Feature

আইইউবি-র সিডনি প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্প্রদায়ের বন্ধন দৃঢ়করণ ও ঐতিহ্যের উদযাপনে Ex-IUBians Australia Association সিডনিতে আয়োজন করল তাদের বার্ষিক ইফতার মাহফিল ও ডিনার। ৮ই মার্চ, ২০২৫ আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেন অস্ট্রেলিয়ায় বসবাসরত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এর প্রাক্তন শিক্ষার্থীরা।

Ex-IUBians Australia.jpeg

গত ৮ মার্চ, ২০২৫ সিডনিতে বার্ষিক ইফতার মাহফিল ও ডিনারের আয়োজন করে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB) এর প্রাক্তন শিক্ষার্থীরা। Source: Supplied / Ex-IUBians Australia Association/Elius Chowdhury

মাগরিবের নামাজের পর অংশগ্রহণকারীরা বিশেষ দোয়ায় অংশ নেন, যেখানে বিশ্ব শান্তি, সকলের কল্যাণ ও বিদেহী প্রাক্তন শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এরপর ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের সাথে আড্ডা, বিশ্ববিদ্যালয় জীবনের গল্প ও নস্টালজিক স্মৃতিচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। ১৯৯৬ থেকে ২০১২ পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজেদের বন্ধন আরও সুদৃঢ় করেন।

অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজনের নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফাতেমা এবং বর্তমান নির্বাহী কমিটি। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সমন্বয়ে অংশগ্রহণকারীরা একটি স্মরণীয় অভিজ্ঞতা উপভোগ করেন। অনুষ্ঠানের পরিবেশ ছিল হাসি, উষ্ণতা ও পুরনো বন্ধুত্বের পুনর্জাগরণে পরিপূর্ণ।

Ex-IUBians Australia প্রথমে একটি ফেসবুক গ্রুপ হিসেবে যাত্রা শুরু করলেও, বর্তমানে ৩০০-এরও বেশি সদস্য নিয়ে এটি নিউ সাউথ ওয়েলসে নিবন্ধিত একটি সক্রিয় অলাভজনক সংগঠন। সংগঠনটি শুধু প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করাই নয়, বরং স্থানীয় সামাজিক উদ্যোগ ও কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বৃহত্তর কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলতে কাজ করে যাচ্ছে।

এই বছরের ইফতার মাহফিল Ex-IUBians Australia-এর ঐক্য, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধের প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা নতুনভাবে সংযুক্ত হওয়ার অনুভূতি ও ভবিষ্যতের সহযোগিতার আশায় বিদায় নেন, বহন করে নিয়ে যান বন্ধুত্ব, সম্প্রীতি ও কমিউনিটির প্রতি আরও গভীর প্রতিশ্রুতি।

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share
Published 12 March 2025 4:44pm
By SBS Bangla
Source: SBS

Share this with family and friends