মেলবোর্নে বাংলাদেশী পরিবারের সঙ্গে ইফতারে একদিন

cover photo 2.jpg

মেলবোর্নে দুই মেয়ে গুনগুন ও আনন্দিতাসহ সাজ্জাদ-নীপা দম্পতি। Source: SBS

ভিক্টোরিয়ার মেলবোর্নে বসবাসরত সাজ্জাদ হোসেনের পরিবারের সাথে রমজানের একটি দিন কিছু সময় কাটিয়েছে এসবিএস বাংলা। প্রবাসে রমজান পালনের অভিজ্ঞতা ও এর শিক্ষা নিয়ে কথা বলেছেন তাঁরা, এবং সেই সাথে ফেলে আসা জন্মভূমির স্মৃতিচারণ করেছেন।


ছোট্ট আনন্দিতা-র বয়স মাত্র ছয়। কিন্তু ইতোমধ্যেই সে জানে রোজার দিনে কী করতে হয়।

রমজান মানে তার কাছে এমন কোনো দিন, যখন সারাদিন কিছু খাওয়া যায় না, সন্ধ্যে হলেই কেবল পরিবারের সবাই একত্রে বসে ইফতারের মাধ্যমে রোজা ভেঙ্গে খাবার খাওয়া যায়।

আনন্দিতা হচ্ছে নীপা-সাজ্জাদ দম্পতির ছোট কন্যা। বড় মেয়ে গুনগুনের বয়স বারো। তার কাছে রমজানের মানে হচ্ছে আত্ম-সংযমের উপায়।

আবার দিন শেষে সবাই মিলে এক সাথে বসে ইফতার করাটাই তার জন্যে সবচেয়ে আনন্দের মুহূর্ত।
body photo 4.jpg
রোজার দিনের শেষে সন্ধ্যায় ইফতারের আয়োজন। Source: SBS
এ বছর রমজান মাসের একটা দিন ভিক্টোরিয়ার মেলবোর্নে সাজ্জাদ হোসেনের পরিবারের সাথে কিছুটা সময় কাটায় এসবিএস বাংলা। তিনি ও তাঁর পরিবারের সবাই এসবিএস বাংলাকে জানিয়েছেন প্রবাসে রমজান মাসের অভিজ্ঞতা। এবং কেমন করে পরের প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া হচ্ছে রোজা পালন ও ইফতারের সংস্কৃতি।

সাজ্জাদ হোসেন তাঁর পরিবারসহ সিডনিতে থেকেছেন দীর্ঘদিন। কোভিড মহামারী শুরুর ঠিক আগে আগে শহর বদলে তাঁরা চলে আসেন মেলবোর্নে।

তিনি বলেন,
অস্ট্রেলিয়ায় আসার শুরুর দিকের তুলনায় এখন কর্মক্ষেত্রে নিয়োগকর্তাদের পক্ষ থেকে রমজানের ব্যাপারে সচেতনতা বেশি দেখা যায়, যেটা আগে ছিল না।

তিনি আরও বলেন, বাংলাদেশে যদিও রমজান ও ঈদ ব্যাপারগুলি সার্বজনীন, এখানে সেটি নির্দিষ্ট কমুনিটি-নির্ভর আয়োজন হলেও কিছু কিছু এলাকায় সেই কমুনিটির সদস্য বেশি থাকে, তাই সেখানে কিছুটা দেশের আমেজ পাওয়া যায়।

কামরুননাহার নীপা জানালেন, দেশে পরিবারের সবার সাথে মিলে রমজান পালনের যে সংস্কৃতি, এখানে নিজের মেয়েদেরকে সেটির সাথে পরিচয় করিয়ে দিতে তিনি সচেষ্ট।

এই পরিবারটির সাথে যুক্ত হতে ইফতারের সময় এসেছিলেন ফারহানা-রাজীব দম্পতি। তাঁদের মুখেও প্রতিধ্বনিত হলো রমজান মাসের শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের গুরুত্ব।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন: 

Share