চন্দ্রযান-৩ সফলভাবে উৎক্ষেপণ করল ভারত

চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চন্দ্রযান-৩। পূর্ব ঘোষণা মতোই শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে দুপুর ২টা ৩৫ মিনিটে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ হয়েছে।

INDIA ISRO MOON MISSION

India's national space agency ISRO launched its third lunar exploration mission Chandrayaan-3 (Moon Vehicle-3), on board the Launch Vehicle Mark-III Mission 4 (LVM3 M4) at the spaceport in Sriharikota. Chandrayaan-3 is the country's first major mission since Prime Minister Narendra Modi's government introduced policies for investment in the space sector to facilitate private satellite launches. ISRO attempts to land a rover on the moon. EPA/ISRO HANDOUT Source: AAP / ISRO HANDOUT/EPA

চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম বিক্রম এবং রোভারের নাম প্রজ্ঞান। ৪০ দিন পর অর্থাৎ ২৩ থেকে ২৪ অগাস্টের মধ্যে চাঁদের মাটিতে নামতে পারে চন্দ্রযান-৩।

এই অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া, চীনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ, যাদের পাঠানো মহাকাশযান চাঁদের মাটিতে নামবে।

চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ যাত্রায় একটি অধ্যায় তৈরি করেছে। এমনই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্স থেকে এক টুইট বার্তায় মি. মোদী বলেছেন, ভারতের মহাকাশ সফরের মধ্যে একটি নতুন অধ্যায় তৈরি করেছে চন্দ্রযান-৩। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকে উচ্চ করে তুলেছে। এই গুরুত্বপূর্ণ প্রাপ্তি দেশের বিজ্ঞানীদের নিরলস নিষ্ঠার প্রমাণ। তাদের চেতনা এবং উদ্যমকে কুর্নিশ।

চন্দ্রযান ২- এর তুলনায় এক তৃতীয়াংশ কম খরচে চন্দ্রযান ৩-এর অভিযান করেছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা চন্দ্রযান-৩ অভিযানে ৬১৫ কোটি টাকা খরচ করেছে, যেখানে চন্দ্রযান ২ অভিযানে খরচ হয়েছিল ৯৬০ কোটি টাকা।

চন্দ্রযান ৩- এর অভিযান শুরু থেকে শেষ করতে সময় লাগবে প্রায় পৃথিবীর প্রায় ১৪ দিনের সমান। এতে যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে।

২০১৯ সালের ২২ জুলাই লঞ্চ হয়েছিল চন্দ্রযান ২। তার প্রায় চার বছরের মাথায় এবার উৎক্ষেপণ হল চন্দ্রযান ৩।

Share
Published 15 July 2023 3:00pm
Updated 15 July 2023 8:00pm
By Partha Mukhopadhyay
Source: SBS

Share this with family and friends