ভারতের সাম্প্রতিক খবর: ১০ জুলাই, ২০২৩

INDIA PROTEST

Indian Youth Congress activists hold vegetables and placards as they protest against the Bharatiya Janata Party (BJP) led Government in New Delhi, India, 06 July 2023. EPA/RAJAT GUPTA Source: AAP / RAJAT GUPTA/EPA

ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


এ সপ্তাহের হাইলাইটস:
  • পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আশংকা মতোই রক্তাক্ত হয়েছে। শুধু ভোটের দিন খুন হয়েছেন ১৩ জন।
  • পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আশংকা মতোই রক্তাক্ত হয়েছে। শুধু ভোটের দিন খুন হয়েছেন ১৩ জন।
  • অন্যদিকে এস সি ও-র বৈঠককে কেন্দ্র করে ভারত -চীন সম্পর্কের মধ্যে শীতলতা ফের প্রকাশ্যে এসেছে।
  • এর মধ্যে রাজনীতি সরগরম হচ্ছে, দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 



Share