কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গত ৯ সেপ্টেম্বর ২০১৮ সিডনির মিন্টোতে রন মোর কমিউনিটি হলে ২০১৬-২০১৮-এর কার্যকরী কমিটির বিলুপ্তি এবং নতুন কার্যকরী কমিটি (২০১৮-২০২০) নির্বাচনের মধ্য দিয়ে কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Agriculture Australia (Bangladesh)

Source: Supplied

ড. মাকসুদুল বারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. মাসুদ পারভেজের সঞ্চালনায় কৃষিবিদ অস্ট্রেলিয়ার

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

মধ্যাহ্ন ভোজের পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
Agriculture Australia (Bangladesh)
Source: Supplied

নতুন কার্যকরী কমিটি (২০১৮-২০২০)

সভাপতি: ড. হানিফ মিঞা (ঝিলু)

সহ-সভাপতি: মো. উসমান গনি

সাধারণ সম্পাদক: ড. মাসুদ পারভেজ

সহ-সাধারণ সম্পাদক: খন্দকার মালিক সাফি

কোষাধ্যক্ষ: জাহেরুল ইসলাম

ক্রীড়া সম্পাদক: মো. রবিউল হক

সাংস্কৃতিক সম্পাদক: ড. রঞ্জনা সরকার (ছবি)

জনসংযোগ সম্পাদক: সৈয়দ সিরাজুল ইসলাম (সিরাজ)

কার্যনির্বাহী সদস্য: আব্দুল মাজিদ, আব্দুল হালিম মিঞা, নূর মো. সায়েদ, মাকসুদা বেগম শেলী, মো. মনোয়ার হোসেন, করিম ইকবাল এবং ড. মিজানুর রহমান।

Follow SBS Bangla on .

Share

Published

Updated

By Sikder Taher Ahmad

Share this with family and friends