নিউ সাউথ ওয়েলসে বাজার থেকে তরল দুধ ফিরিয়ে নিচ্ছে লায়ন ডেইরি অ্যান্ড ড্রিঙ্কস এবং সেভেন-ইলেভেন

সরবরাহকৃত দুধে মাইক্রোবিয়াল কনটামিনেশন (ই. কোলি) থাকার সম্ভাবনা থাকায় নিউ সাউথ ওয়েলসে বাজার থেকে দুধ ফিরিয়ে নিচ্ছে লায়ন ডেইরি অ্যান্ড ড্রিঙ্কস। আর নিউ সাউথ ওয়েলস ও এসিটি থেকে নিজস্ব ব্রান্ডের দুধ ফিরিয়ে নিচ্ছে সেভেন-ইলেভেন।

Dairy Farmers recalls 1L and 3L full cream milk

Lion Dairy & Drinks undertakes recall on Dairy Farmers 1L and 3L Full Cream white milk sold in NSW. Source: lionco.com

নিউ সাউথ ওয়েলসে বাজার থেকে ডেইরি ফার্মার্স ব্রান্ডের ১ লিটার ও ৩ লিটার ফুল ক্রিম হোয়াইট মিল্ক ফিরিয়ে নিচ্ছে লায়ন ডেইরি অ্যান্ড ড্রিঙ্কস।

১৩ ফেব্রুয়ারি লায়ন ডেইরি অ্যান্ড ড্রিঙ্কসের একটি বলা হয়, তারা তাদের ডেইরি ফার্মার্স ১ লিটার ফুল ক্রিম হোয়াইট মিল্ক প্রডাক্টস, যেগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ২৫/০২/২০২০ এবং ডেইরি ফার্মার্স ৩ লিটার ফুল ক্রিম হোয়াইট মিল্ক প্রডাক্টস, যেগুলোর মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ২৪/০২/২০২০ সেগুলো বাজার থেকে তুলে নিচ্ছে। এগুলোর মধ্যে মাইক্রোবিয়াল কনটামিনেশন (ই. কোলি) থাকার সম্ভাবনা রয়েছে।
Lion Dairy & Drinks
Lion Dairy & Drinks undertakes recall on Dairy Farmers 1L and 3L Full Cream white milk sold in NSW. Source: Lion Dairy & Drinks
এসব পণ্য উৎপাদিত হয়েছে লায়ন ডেইরি অ্যান্ড ড্রিঙ্কস এর পেনরিথ ডেইরি ম্যানুফ্যাকচারিং সাইটে। আর এগুলো বিপনণের জন্য নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে কোলস, উলওয়ার্থস এবং আইজিএ স্টোরগুলোর মাধ্যমে। এছাড়া, মিল্ক বার, ক্যাফে এবং বিভিন্ন কনভিনিয়েন্স স্টোরের মতো বিক্রয়কেন্দ্রগুলোতেও এগুলো পাঠানো হয়েছে।

এ পর্যন্ত কোনো ভোক্তা এসব পণ্য নিয়ে কোনো অভিযোগ করেন নি বলে লায়ন ডেইরি অ্যান্ড ড্রিঙ্কসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মিডিয়া রিলিজে তারা বলেছে, পণ্যের মান ও নিরাপত্তা সম্পর্কে ক্রেতা ও ভোক্তাদের নিশ্চয়তা দিতে চান তারা। এছাড়া, তারা যথাযথভাবে তদন্ত চালাবেন এবং পুনরায় যেন এ রকম ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

এই ঘটনার কোনো প্রভাব নিউ সাউথ ওয়েলস এবং অন্যান্য স্টেটে উৎপাদিত অন্যান্য দুগ্ধজাত পণ্যের উপর পড়বে না।

যারা ইতোমধ্যে উল্লিখিত মেয়াদোত্তীর্ণ তারিখ সম্বলিত পণ্য সংগ্রহ করেছেন তাদের তা পান করা থেকে বিরত থাকতে হবে এবং এগুলো ফেলে দিতে হবে। ক্রয়কৃত পণ্যের পুরো অর্থ ফেরত নেওয়ার জন্য তাদেরকে লায়ন ডেইরি অ্যান্ড ড্রিঙ্কস-এর কাস্টোমার এনকোয়ারিজ সেন্টারে ফোন করতে বলা হয়েছে। ফোন নম্বর: 1800 677 852

এদিকে, দুধে মাইক্রোবিয়াল কনটামিনেশন (ই. কোলি) থাকার আশঙ্কায় আরও একটি ব্রান্ডের দুধ নিউ সাউথ ওয়েলস এবং এসিটির বাজার থেকে ফিরিয়ে নিচ্ছে সেভেন-ইলেভেন।

সেভেন-ইলেভেনের নিজস্ব ব্রান্ডের ২ লিটার ফুল ক্রিম দুধ প্রত্যাহার করার ঘোষণা করা হয়েছে তাদের ওয়েবসাইটে। তাদের একটি বলা হয়, ২ লিটার ফুল ক্রিম মিল্কের মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ যেগুলোর ২৪/০২/২০২০ সেগুলো তারা প্রত্যাহার করছে।

যারা এ পণ্য ইতোমধ্যে সংগ্রহ করেছেন তাদেরকে তা পান করতে নিষেধ করেছে সেভেন-ইলেভেন কর্তৃপক্ষ। যেখান থেকে এটি ক্রয় করা হয়েছে সেখানে এটি ফেরত দিয়ে অর্থ ফেরত নেওয়ার পরামর্শও দিয়েছে তারা।

ই. কোলি বা মাইক্রোবিয়াল কনটামিনেশনের কারণে  ডায়রিয়া, পেটে ব্যথা, বমির ভাব এবং বমি হয় এবং এগুলো একটানা দশ দিন পর্যন্ত চলতে পারে।

Follow SBS Bangla on .



Share
Published 14 February 2020 1:23pm
Updated 14 February 2020 3:33pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends