Feature

লুনার নিউ ইয়ার ২০২২: অস্ট্রেলিয়ার ইভেন্টগুলোর গাইড

১লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে লুনার ইয়ার অফ দ্য টাইগার। কোভিড-১৯ মহামারীর কারণে দুই বছরের বিরতির পর, ২০২২ সালে লুনার নিউ ইয়ার আবার উদযাপনের ধারায় ফিরে এসেছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে যেসব ইভেন্ট আয়োজন করা হয়েছে তার গাইড এখানে দেয়া হয়েছে।

Source: City of Sydney

Source: City of Sydney

সারাদেশে টিকাদানের হার অনেক বেশি হলেও ওমিক্রন ভ্যারিয়েন্ট কারো কারো জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, এতে অনেকেই বড় পাবলিক ইভেন্টে যেতে অনিচ্ছুক। তাই এই বছরের লুনার নিউ ইয়ার ইভেন্টগুলির বেশ কিছু সংগঠক তাদের বার্ষিক এই উদযাপন অনুষ্ঠান বাতিল না করে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বেশ কিছু ইভেন্ট এখনও চালু রয়েছে তবে কোথাও যাবার আগে সর্বশেষ আপডেটের জন্য ইভেন্টগুলোর ওয়েবসাইট দেখে নিন।

নিউ সাউথ ওয়েলস

২৬ জানুয়ারি - ৯ ফেব্রুয়ারি

বারকিলো বুকস হর্নসবি, ওয়েস্টফিল্ড হর্নসবি, ২৩৬ প্যাসিফিক হাইওয়ে, হর্নসবি ২০৭৭

বুকিং জরুরী

 

জানুয়ারী ২৭ - ফেব্রুয়ারি ২০

চ্যাটসউড, এনএসডাব্লিউ ২০৬৭

 

চাইনীজ নিউ ইয়ার সেলেব্রেশন ডে

৫ ফেব্রুয়ারি, শনিবার

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা

দ্য কনকোর্স, ৪০৯ ভিক্টোরিয়া অ্যাভনিউ, চ্যাটসউড ২০৬৭

 

হার্স্টভিল: লিটল লুনার

২৮শে জানুয়ারি, শুক্রবার

বিকাল ৪টা থেকে রাত ১০টা

হার্স্টভিল, এনএসডাব্লিউ ২২২০

 

২৯ জানুয়ারি, শনিবার

বিকাল ৪টা থেকে রাত ৯টা

গ্রিফিথ পার্ক, ৪এ অলিম্পিক প্যারেড, ব্যাংকসটাউন ২২০০

 

শনিবার, জানুয়ারী 29 এবং রবিবার, 30 জানুয়ারী

দুপুর ১২টা থেকে ১টা

দ্য মিক্স অ্যাট চ্যাটসউড প্লেস, ২৬০ ভিক্টোরিয়া এভনিউ, চ্যাটসউড ২০৬৭

 

২৯ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি

সিডনি ২০০০

 

শুক্রবার, 4 ফেব্রুয়ারি

বিকাল ৫টা থেকে রাত ৯টা

সেন্ট আইভস ভিলেজ গ্রিন, ভিলেজ গ্রিন প্যারেড, সেন্ট আইভস ২০৭৫

 

৫ ফেব্রুয়ারি শনিবার এবং ৬ ফেব্রুয়ারি রবিবার

সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা

ককল বে, ডার্লিং হারবার, সিডনি ২০০০

 

১২ ফেব্রুয়ারি শনিবার

বিকাল ৫ টা ৩০ মিনিট

ইস্টউড ওভাল, ১এ উইনগেট এভিনিউ, ইস্টউড ২১২২

বুকিং জরুরী

 

১৮ ফেব্রুয়ারি, শুক্রবার

বিকাল ৫টা থেকে রাত ৯টা

এনজ্যাক মল, বিমিশ স্ট্রিট, ক্যাম্পসি ২১৯৪

 

ক্যামব্রাম্যাটা: লুনার নিউ ইয়ার ২০২২

শনিবার, ১৯ ফেব্রুয়ারি এবং রবিবার, ২০ ফেব্রুয়ারি

সকাল ১১টা থেকে রাত ৮টা

ক্যামব্রাম্যাটা ২১৬৬

 

আল্টিমো: পাওয়ার হাউস লেইট: ফাইভ হান্ড্রেড আরহাটস এবং লুনার নিউ ইয়ার

২৩ ফেব্রুয়ারি, বুধবার

বিকাল ৫টা থেকে রাত ৯টা

পাওয়ারহাউস মিউজিয়াম, ৫০০ হ্যারিস সেন্ট, আল্টিমো ২০০৭

 

ভিক্টোরিয়া

বেন্ডিগো: দ্য গ্রেট স্তূপায় লুনার নিউ ইয়ার

২৯ জানুয়ারি - ৬ ফেব্রুয়ারি

দ্য গ্রেট স্টুপা, ২৫ স্যান্ডহার্স্ট টাউন রোড, মায়ার্স ফ্ল্যাট ৩৫৫৬

 

কুইন ভিক্টোরিয়া মার্কেট: লুনার নিউ ইয়ার লায়ন ডান্স

১লা ফেব্রুয়ারি মঙ্গলবার

সকাল ১১টা

কুইন ভিক্টোরিয়া মার্কেট, (এলিজাবেথ এবং ভিক্টোরিয়া রাস্তার কর্নার), মেলবোর্ন ৩০০০

 

বেন্ডিগো: চাইনীজ নিউ ইয়ার কমিউনিটি সেলেব্রেশন

৫ ফেব্রুয়ারি, শনিবার

দাই গাম সান প্রিসিনক্ট, ১-১১ ব্রিজ সেন্ট, বেন্ডিগো ৩৫৫০

 

গ্লেন ওয়েভারলি: গ্লেন ওয়েভারলি চাইনীজ নিউ ইয়ার সেলেব্রেশন

১৩ ফেব্রুয়ারি, রবিবার

সকাল ১১টা থেকে রাত ৯টা

গ্লেন ওয়েভারলি সেন্ট্রাল পার্কিং এরিয়া, ২০০ কোলম্যান প্যারেড, গ্লেন ওয়েভারলি ৩১৫০

 

সেন্ট আলবানস: সেন্ট আলবানস লুনার নিউ ইয়ার ২০২২

১৩ ফেব্রুয়ারি, রবিবার

সকাল ১০ টা

আলফ্রিডা স্ট্রিট, সেন্ট আলবানস, ভিকটোরিয়া ৩০২১

 

২০ ফেব্রুয়ারি, রবিবার

সকাল ৯টা থেকে বিকেল ৪টা

ভিক্টোরিয়া হারবার, ডকল্যান্ডস ৩০০৮

 

কুইন্সল্যান্ড

ডারা: হৈ চো টেট ২০২২ ভিয়েতনামীজ লুনার নিউ ইয়ার

২৮শে জানুয়ারি, শুক্রবার

সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

ভিয়েতনামীজ কমিউনিটি সেন্টার, ২৭০৯ ইপসউইচ রোড, ডারা ৪০৭৬

 

ইনালা: লুনার নিউ ইয়ার উৎসব

শুক্রবার, ২৮ জানুয়ারী এবং শনিবার, ২৯ জানুয়ারী

বিকেল ৫:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত

ইনালা লাইব্রেরি, ইনালা সিভিক সেন্টার, কর্সায়ার এভিনিউ, ইনালা, কিউএলডি ৪০৭৭

 

কেয়ার্নস: নিউ ইয়ার ডে ড্রাগন ব্লেসিংস

১লা ফেব্রুয়ারি, মঙ্গলবার

সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত

কেয়ার্নস এসপ্ল্যানেড ডাইনিং প্রিসিনক্ট, কেয়ার্নস সিটি ৪৮৭০

 

ব্রিসবেন: ব্রিসএশিয়া ফেস্টিভ্যাল

ফেব্রুয়ারি ১-২০ ফেব্রুয়ারি

 

ব্রিসএশিয়া ফেস্টিভ্যাল লঞ্চ পার্টি

৫ ফেব্রুয়ারি, শনিবার

সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

ফরটিটিউড মিউজিক হল, ৩১২-৩১৮ ব্রান্সউইক স্ট্রিট, ফরটিটিউড ভ্যালি ৪০০৬

 

ফরটিটিউড ভ্যালি: লুনার নিউ ইয়ার

৫ ফেব্রুয়ারি, শনিবার

সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

ব্রান্সউইক স্ট্রিট মল, ব্রান্সউইক স্ট্রিট, ফরটিটিউড ভ্যালি ৪০০৬

 

ক্যাবুলচার: মোরেটন বে রিজিওন লুনার নিউ ইয়ার

৫ ফেব্রুয়ারি, শনিবার

বিকাল ৪টা থেকে রাত ৮টা

ক্যাবুলচার টাউন স্কোয়ার, ৪ হাসকিং স্ট্রিট, ক্যাবুলচার ৪৫১০

 

গোল্ড কোস্ট: লুনার নিউ ইয়ার

৫ ফেব্রুয়ারি, শনিবার

বিকাল ৩টা থেকে রাত ৯টা

গোল্ড কোস্ট চায়নাটাউন, সাউথপোর্ট ৪২১৫

 

১২ ফেব্রুয়ারি, শনিবার

বিকেল ৫:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত

কেয়ার্নস এসপ্ল্যানেড ওয়েস্টার্ন ইভেন্ট লন, কেয়ার্নস সিটি ৪৮৭০



সাউথঅস্ট্রেলিয়া 


১লা ফেব্রুয়ারি, মঙ্গলবার 


সকাল ১১:৩০ 


৪০১ কিংউইলিয়ামস্ট্রিট, অ্যাডিলেড ৫০০০ 


  


৬ ফেব্রুয়ারি, রবিবার 


দুপুর ১২টা থেকেরাত ৯টা  


জেমসস্ট্রিটমল, পার্থ, ডাব্লিউএ ৬০০০  

Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

 


Share
Published 27 January 2022 3:23pm
Updated 9 February 2022 1:09pm
By Winmas Yu
Presented by Shahan Alam


Share this with family and friends