আঙুলের চিকিৎসা করাতে গত ৫ অক্টোবর শুক্রবার মেলবোর্নে এসেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হোয়ে তার চিকিৎসা করছেন।
গ্রেগ হোয়ের জন্ম মেলবোর্নে। চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি তিনি নিয়েছেন মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে। ছোটবেলা থেকেই তিনি স্পোর্টস মেডিসিনের বিষয়ে আগ্রহী। বহু বছর তিনি রাজ্য ও জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন। তিনি হাত ও কব্জির অস্ত্রোপচারের ক্ষেত্রে বিশেষজ্ঞ।
বাংলাদেশের সংবাদপত্র সাকিব বলেন, ”রিপোর্ট সব ভালো। ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। তবে পুরো সেরে উঠতে সময় লাগবে।”
বাম হাতের কনিষ্ঠায় চোট নিয়েই তিনি খেলতে গিয়েছিলেন এশিয়া কাপে। সুপার ফোরের শেষ ম্যাচের আগে আঙুল ফুলে গিয়ে তীব্র ব্যথা অনুভূত হলে দেশে ফেরেন সাকিব। এশিয়া কাপের শেষের দিকে সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশ দলের জন্য ছিল খুবই হতাশাজনক।
বিশ্বের অন্যতম সেরা টাইগার অলরাউন্ডার সাকিবের আঙুলের চিড় ও সংক্রমণ নিয়ে শঙ্কা ও উৎকণ্ঠায় রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং বিশ্বের নানা স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তার খেলার গুণমুগ্ধ দর্শক ও সমর্থকরা।