মেলবোর্নে ভিক্টোরিয়ান বাংলাদেশেী কমিউনিটি ফাউন্ডেশন বা ভিবিসিএফ সেখানকার বাংলাভাষীদের জন্য একটি স্কুল পরিচালনা করে থাকে। মেলবোর্নের ওয়েস্টে হপার্স ক্রসিং এলাকার এই স্কুলটির নাম ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুল। এই স্কুলের প্রিন্সিপাল জনাব মোর্শেদ কামাল কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।