সাক্ষাৎকার: মোর্শেদ কামাল, প্রিন্সিপাল, ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুল, ভিক্টোরিয়া

Western Region Bangla School

Western Region Bangla School, Melbourne Source: Supplied

মেলবোর্নে ভিক্টোরিয়ান বাংলাদেশেী কমিউনিটি ফাউন্ডেশন বা ভিবিসিএফ সেখানকার বাংলাভাষীদের জন্য একটি স্কুল পরিচালনা করে থাকে। মেলবোর্নের ওয়েস্টে হপার্স ক্রসিং এলাকার এই স্কুলটির নাম ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুল। এই স্কুলের প্রিন্সিপাল জনাব মোর্শেদ কামাল কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


জনাব মোর্শেদ কামালের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Western Region Bangla School
Morshed Kamal, Principal, Western Region Bangla School, Melbourne, VIC. Source: Supplied


Follow SBS Bangla on .

Share