গত রবিবার, ২০শে আগষ্ট পশ্চিম অষ্ট্রেলিয়ার পার্থে এক আড়ম্বরপূর্ন পরিবেশে 'আইকনিক অ্যাক্টর' অ্যাওয়ার্ড দিয়ে সন্মানিত করা হয় মাহফুজ আহমেদকে। পার্থের বাংলাভাষী কমিউনিটির স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটির আয়োজন করে স্থানীয় প্রতিষ্ঠান বেঙল মিডিয়া।
অনুষ্ঠানে মাহফুজ আহমেদের অভিনয় জীবনের উপর বিশেষ প্রতিবেদন তুলে ধরা হয়। মাহফুজ আহমেদ সাবলীলভাবে পার্থের বিশিষ্ট ব্যাক্তিদের সাথে কুশল বিনিময় করেন ও খোশগল্পে মেতে উঠেন।
তিনি একই সাথে প্রহেলিকার সাফল্যের কথা তুলে আনেন ও বদলে যাওয়া চলচ্চিত্রের এই সুদিনে সবাইকে এগিয়ে আসতে বলেন।
Mahfuz Ahmed was honored with the 'Iconic Actor' Award in Perth, Western Australia in a grand atmosphere. Credit: Bengal Media
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পাঞ্জেরী প্রিন্ট এন্ড পাবলিকেশনের সত্বাধিকারী কামরুল হাসান শায়ক। পার্থের স্থানীয়দের মধ্যে আমন্ত্রিত ছিলেন, ড. আবু সিদ্দিক, ডা: শাহেদীন শহীদ, ডা: আনিসুর রহমান, ডা: মায়া, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান সেলিম, সাব্বির হোসাইন, মলি সিদ্দিকা, শহীদুল ইসলাম সহ আরো অনেক সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্টজন।
আয়োজনটির দ্বিতীয় অধ্যায়ে মাহফুজ আহমেদের হাত থেকে তুুলে দেওয়া হয় বেঙ্গল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩। নাটক নির্দেশক হিসেবে বাপী মাজহার, পারফরমার ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে বিশ্বজিৎ বোস, নাট্য কোরিওগ্রাফার হিসেবে ফারহানা আালি সুমি, আন্তজার্তিক সঙ্গীত শিল্পী হিসেবে তাসনিমুল গালিব অমিত, লিড ভোকালিষ্ট হিসেবে আসিফ আক্কাস, সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে সামসুল ইসলাম, ক্রিয়েটিভ আর্টিষ্ট হিসেবে জসিমউদ্দিন রানাকে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন অভিনেতা মাহফুজ আহমেদ।
এ আয়োজনটির শেষাংশে পার্থের বাংলাদেশী কমিউনিটির পক্ষে আমন্ত্রিত বিশিষ্টজনেরা মাহফুজ আহমেদকে আইকনিক এক্টর অ্যাওয়ার্ডটি তুলে দেন। এসময় তাৎক্ষণিক ভার্চুয়াল বার্তায় শুভেচ্ছা জানান প্রহেলিকার ডিরেক্টর চয়েনিকা চৌধুরী ও পরবর্তীতে সংগীত শিল্পী মেহরীন।
আয়োজনটির সঞ্চালনা ও পরিকল্পনায় ছিলেন বেঙল মিডিয়ার নির্জন মোশাররফ ও সার্বিক তত্বাবধনে কাজী সুমন। স্বেচ্ছাসেবীর তালিকায় ছিলেন মনজুর বাপ্পি,মারিয়াম মুন, মার্জিয়া ইসলাম, ফারজানা জাফর ও রায়হান।
- প্রেস বিজ্ঞপ্তি।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।