অনুষ্ঠানটি সাজানো হয়েছিল বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষার সমৃদ্ধশালী ভাণ্ডারকে ঘিরে। এটি শুরু হয় বায়ান্নর ভাষা শহীদ ও পৃথিবীর বর্তমানকালীন যুদ্ধে নিপীড়িত ও হতাহত সকল নারী, শিশু ও পুরুষের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে।
অনুষ্ঠানের প্রথম গান ছিল "লাল পাহাড়ির দেশে যা"। এরপর একে একে চাঁটগাইয়া ভাষার আঞ্চলিক গান, ব্রহ্মপুত্র নদের উত্তর-পূর্ব দিকের ভাটিয়ালি গান, যশোরের বিখ্যাত নাতি খাতি বেলা গেলো, বীরভূম অঞ্চলের লোকসংগীত হিসেবে পরিচিত সাঁওতালী গান, ময়মনসিংহের প্রচলিত গীতিকা ও প্রচলিত জনপ্রিয় পুরান ঢাকার "ঢাকাইয়া" গানে মেতে ওঠে সবাই।
এইসব আঞ্চলিক গানের পাশাপাশি ছিল "বিহু" লোকনৃত্য পরিবেশনা, সাথে আরো ছিল একুশের ইতিহাস, আন্দোলন, ত্যাগ ও প্রাপ্তি নিয়ে একটি নৃত্যবিন্যাস।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ১৯৯৪ ব্যাচ থেকে ২০১৭ ব্যাচের অনেক প্রাক্তন শিক্ষার্থী তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন শনিবার দুপুরে মেলবোর্ন শহরের বন্দরঘেঁষা লাইব্রেরি অ্যাট দা ডকস-এ।
প্রেস বিজ্ঞপ্তি
READ MORE
এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS