মারুফ হোসেন, ইফতেখার আলম এবং আহসানুর রহমান, এই তিন বাল্যবন্ধু মিলে ২০১৮ সালে ব্যান্ড দল ট্রায়ো গড়ে তোলেন।
পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেন তপন ডি কস্টা ও আহসানুল হাদী এবং সম্প্রতি তাদের সঙ্গে যোগ দিয়েছেন এহসান বাশার।
সম্প্রতি, ১৯ নভেম্বর, ২০২২ তারিখে সিডনির ক্যাম্বেলটাউন আর্টস সেন্টারে বাংলাদেশের প্রয়াত ব্যান্ড সঙ্গীত তারকা স্মরণে তারা একটি কনসার্টের আয়োজন করেন। ব্যান্ড সঙ্গীত তারকাদের মধ্য থেকে আইউব বাচ্চুকে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে ট্রায়োর ড্রামার ও ম্যানেজার আহসানুর রহমান তাদের ব্যান্ড সঙ্গীত চর্চায় আইউব বাচ্চুর প্রভাবের কথা উল্লেখ করে বলেন,
“আমরা বড় হয়েছি আইউব বাচ্চুর গান শুনে।”
“তার যে এই অসংখ্য সৃষ্টি, এগুলো সবসময়েই আমাদের গান-বাজনা করার জন্য অনুপ্রেরণা ছিল এবং আমরা সবসময় তাকে ফলো করতাম।”
এ ধরনের কনসার্টের আয়োজন ভবিষ্যতেও করার ইচ্ছা আছে বলে জানান আহসানুর রহমান।
আহসানুর রহমানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: