মাকসুদুল হকের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
বাউল সঙ্গীতের বিশাল সম্ভাবনা রয়েছে: মাকসুদ
Maqsoodul Haque is a Dhaka based, jazz-rock fusion musician, poet, writer, Baul researcher and cultural activist. Source: SBS Bangla
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড-সঙ্গীত-শিল্পী মাকসুদুল হক একাধারে কবি, লেখক, বাউল সঙ্গীত বিশেষজ্ঞ এবং সাংস্কৃতিক কর্মী। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া সফরে এসেছেন তার ব্যান্ড “মাকসুদ ও ঢাকা” নিয়ে। এসবিএস বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাউল সঙ্গীতের বিশাল সম্ভাবনা রয়েছে। বাউল গান সম্পর্কে আরও বলেন, গান এবং জ্ঞান দুটোই অর্জন করতে হবে।
Share