ক্লেটন কমিউনিটি সেন্টারে ৯ সেপ্টেম্বর ইমাজোনিক মোশন মিডিয়া তাকে নিয়ে 'অ এ অনিন্দ্য' শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। দর্শক-শ্রোতাদের সাথে গল্প, আড্ডা, আর গানে অনুষ্ঠানটি জমে উঠে।
আয়োজকদের পক্ষ থেকে মেলবোর্নের কণ্ঠশিল্পী চন্দ্রিমা চক্রবর্তী এসবিএস বাংলাকে জানান, অনুষ্ঠানটির মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
The program with Anindya was filled with stories, chats and songs. Credit: Anoar Ahmed
অনুষ্ঠানের শুরু থেকেই খুব অল্প সময়ের মধ্যেই মেলবোর্নের বাঙ্গালিদের গল্প আড্ডা আর গানের সুরে আচ্ছন্ন করেছিলেন অনিন্দ্য।
Singer Anindya is seen with Chondryma. Credit: Imagonic Motion media
অনুষ্ঠানে অনিন্দ্য তাঁর শৈশবজীবন, স্কুল-কলেজ-এর কথা, ব্যান্ড কি করে তৈরী হলো, সিনেমা জগতে পদার্পন, চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের সাথে কাজের অভিজ্ঞতা ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করেন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।