Feature

'অ এ অনিন্দ্য': চন্দ্রবিন্দুর অনিন্দ্যর সাথে মেলবোর্নবাসীদের আড্ডা

ভারতের জনপ্রিয় বাঙালি গায়ক, গীতিকার, সুরকার এবং অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় মেলবোর্নে এসেছিলেন ইমাজোনিক মোশন মিডিয়ার আমন্ত্রণে। তিনি বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর একজন প্রধান গায়ক ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

Anindya_cover_Anoar.png

India's popular Bengali singer, lyricist, composer and actor Anindya Chatterjee met Melbournians in a cultural programme. Credit: Anoar Ahmed

ক্লেটন কমিউনিটি সেন্টারে ৯ সেপ্টেম্বর ইমাজোনিক মোশন মিডিয়া তাকে নিয়ে 'অ এ অনিন্দ্য' শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। দর্শক-শ্রোতাদের সাথে গল্প, আড্ডা, আর গানে অনুষ্ঠানটি জমে উঠে।

আয়োজকদের পক্ষ থেকে মেলবোর্নের কণ্ঠশিল্পী চন্দ্রিমা চক্রবর্তী এসবিএস বাংলাকে জানান, অনুষ্ঠানটির মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।
anindya 2_anoar.png
The program with Anindya was filled with stories, chats and songs. Credit: Anoar Ahmed
শো'টি একটি অন্তরঙ্গ পরিবেশে লিভিং রুম স্টেজ সেট আপে তৈরী করা হয়েছিলো, যাতে এক ধরণের ঘরোয়া আড্ডার আবহ থাকে।

অনুষ্ঠানের শুরু থেকেই খুব অল্প সময়ের মধ্যেই মেলবোর্নের বাঙ্গালিদের গল্প আড্ডা আর গানের সুরে আচ্ছন্ন করেছিলেন অনিন্দ্য।
IMG_4397.jpg
Singer Anindya is seen with Chondryma. Credit: Imagonic Motion media
অনিন্দ্য বলেন “ভার্চুয়াল কিংবা ডিজিটাল ওয়ার্ল্ডের এই সময়ে, সামনাসামনি বসে আড্ডা দেওয়াটা অত্যন্ত অবশ্যক, যেটা কিনা আমার ভুলতে বসেছি”।

অনুষ্ঠানে অনিন্দ্য তাঁর শৈশবজীবন, স্কুল-কলেজ-এর কথা, ব্যান্ড কি করে তৈরী হলো, সিনেমা জগতে পদার্পন, চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের সাথে কাজের অভিজ্ঞতা ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করেন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 16 September 2023 4:49pm
Updated 16 September 2023 9:34pm
By Shahan Alam
Source: SBS

Share this with family and friends