ঔপনিবেশিক যুগের কলকাতার 'অন্দরমহল' বালারাটের আর্ট গ্যালারিতে তুলে ধরেছেন অনিন্দিতা

Anindita Banerjee was struck by the similarities between the colonial buildings of Ballarat and the crumbling mansions of North Kolkata, India.

Anindita Banerjee was struck by the similarities between the colonial buildings of Ballarat and the crumbling mansions of North Kolkata, India. Source: The Art Gallery of Ballarat, Victoria

ভারতীয় বংশোদ্ভূত শিল্পী ডঃ অনিন্দিতা ব্যানার্জী বসবাস করেন মেলবোর্নের পশ্চিমে একটি ছোট্ট মনোরম শহর বালারাটে। শহরটির ঔপনিবেশিক অট্টালিকাগুলোর সঙ্গে উত্তর কলকাতার ব্রিটিশকালীন স্থাপনাগুলোর অদ্ভুত মিল দেখে একটি প্রদর্শনীর ভাবনা তিনি ভাবতে শুরু করেন।


ডঃ অনিন্দিতা ব্যানার্জী অস্ট্রেলিয়ায় ভিস্যুয়াল আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। তার পিএইচডির বিষয় ছিল ভিস্যুয়াল আর্টস প্র্যাক্টিস নিয়ে, গবেষণা করেছেন 'পোস্ট কলোনিয়ালিজম, মাইগ্র্যাশন এন্ড ডিসপ্লেসমেন্ট সেন্স অফ হোম' নিয়ে।

ডঃ ব্যানার্জী ডিকিন ইউনিভার্সিটির ভিস্যুয়াল আর্টসের শিক্ষক, এছাড়া তিনি উইন্ডহ্যাম সিটি কাউন্সিলে আর্টস প্রোগ্রাম অফিসার হিসেবেও কাজ করছেন।

তিনি আর্ট গ্যালারী অফ বালারাটের উদোগে 'অন্দরমহল' শীর্ষক প্রকল্প বিষয়ে বলেন, শহরটির ঔপনিবেশিক অট্টালিকা গুলোর সঙ্গে উত্তর কলকাতার ব্রিটিশকালীন স্থাপনাগুলোর অদ্ভুত মিল দেখে তিনি বেশ আশ্চর্য হয়েছিলেন। অতীত ঔপনিবেশিক আভিজাত্য আর আজকের আধুনিক জীবনের সমন্বয়ে যে জীবন তার কিছু প্রতিচ্ছবি নিয়ে একটি প্রদর্শনীর ভাবনা তখন তিনি ভাবতে শুরু করেন।
Ms Banerjee explores themes of memory, imagination, displacement and home.
Ms Banerjee explores themes of memory, imagination, displacement and home. Source: The Art Gallery of Ballarat, Victoria
ডঃ অনিন্দিতা ব্যানার্জী বর্তমানে বাস করেন ভিক্টোরিয়া রাজ্যের বালারাট শহরে। তিনি তার সাম্প্রতিক সংকলনে স্থান ও কালের চেতনাচিতির মাধ্যমে ভ্রমণ করেছেন কখনো ঊনবিংশ শতকের বালারাটবাসী এক তরুণীর স্বপ্ন মাখা কল্লোলিনী প্রতিচ্ছবি হয়ে, কিংবা কখনো বর্তমান একবিংশ শতকের অতীতমাখা অধুনা বালারাটের নগর দৃশ্যের মধ্যে।

ডঃ ব্যানার্জী বলেন, ‘অন্দরমহল’ কথাটির বাংলা অর্থ ‘একান্ত নিজস্ব গৃহকোণ’, এই শব্দটি দুটি অর্থ বহন করে - গৃহের আন্তরিক কোন, অথবা মনের কোনে এক একান্ত অভিব্যক্তি।
Ms Banerjee has assembled the visual imaginings of a Bengali girl.
Ms Banerjee has assembled the visual imaginings of a Bengali girl. Source: The Art Gallery of Ballarat, Victoria
তিনি বলেন, প্রদর্শনীর প্রতিটি প্রতিচ্ছবি একহাতে ছুঁয়ে রয়েছে অতীতকালীন ঔপনিবেশিক আভিজাত্য আর অন্যহাত ইঙ্গিত করছে আজকের জীবন । বাঙালির অন্দরমহলের আরেকটি অতি ব্যবহৃত সরঞ্জাম হচ্ছে পিঁড়ি, যার ওপর ছাপা ছবিকে মায়াঘন করে তুলেছে ঘরোয়া অল্পনার বিভিন্ন নকশা যা বংশপরম্পরায় চলে আসছে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের ভেতর দিয়ে।

ডঃ অনিন্দিতা ব্যানার্জী তার কাজের মাধ্যমে লিন্ডসে পরিবারের বৈঠকখানাটি নতুনভাবে উপস্থাপন করেছেন। বিগত শতাব্দীর এক বাঙালি পরিবারে যা ভরে উঠেছে অনিন্দিতার স্বরে নোবেল বিজয়ী বাঙালি কবি রবিঠাকুরের কবিতায় এবং গানে, যা তাকে অনুপ্রাণিত করেছে তার কাজগুলোর নামকরণেও।
Ondormohol, a Bengali word meaning the inner or private areas of a house.
Ondormohol, a Bengali word meaning the inner or private areas of a house. Source: The Art Gallery of Ballarat, Victoria
লিন্ডসে পরিবার সম্পর্কে ডঃ অনিন্দিতা ব্যানার্জী বলেন, "পরিবারটি বালারাটের কাছাকাছি একটি ছোট শহর ক্রেসউইকে বাস করতো, তারা শিল্প-সংস্কৃতি চর্চার পাশাপাশি আর্ট গ্যালারী অফ ভিক্টোরিয়ার পৃষ্ঠপোষকও ছিলেন।"

সেখানে ডঃ ব্যানার্জী লিন্ডসে সিটিং রুমটিকে তার কাজের প্রদর্শনীর জন্য নতুন করে উপস্থাপন এবং সংযোজন করেছেন বিংশ শতকের এক নাম না জানা বাঙালি তরুণীর শয়নকক্ষ, যেখানে বাস্তব এবং কল্পনার মিশেলে একাকার হয়ে গেছে সেকাল, একাল, এবং প্রচলিত সংস্কার। 
The Lindsay Family Sitting Room has been reimagined as the living quarters of a Bengali girl from Kolkata.
The Lindsay Family Sitting Room has been reimagined as the living quarters of a Bengali girl from Kolkata. Source: The Art Gallery of Ballarat, Victoria
'অন্দরমহলে'র অনুপ্রেরণা অনিন্দিতার উত্তরাধিকারসূত্রে পাওয়া একটি হাতেবোনা নকশিকাঁথা, যেটি স্থান পেয়েছে লিন্ডসে পরিবারের বৈঠকখানার পিএনটির ওপরে। 

মায়াবী অতীত কল্পনার কুয়াশা গায়ে মেখে সবর হয়েছে অনিন্দিতার কণ্ঠে আর নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথের কালজয়ী ভাষায়।
Each photograph is printed on the top of a pidi, a low wooden table traditionally used in the home for domestic and devotional purposes.
Each photograph is printed on the top of a pidi, a low wooden table traditionally used in the home for domestic and devotional purposes. Source: The Art Gallery of Ballarat, Victoria
আর্ট গ্যালারি অফ বালারাটের উদ্যোগে 'অন্দরমহল' শীর্ষক সেই প্রদর্শনীটি শুরু হয়েছে গত ১৪ অগাস্ট এবং এটি চলবে নভেম্বর পর্যন্ত। তবে লকডাউনের কারণে প্রদর্শনী আপাতত বন্ধ থাকলেও পরিস্থিতির উন্নতি হলে এটি আবার পুনরায় শুরু হবে বলে গ্যালারীর কর্মকর্তারা জানিয়েছেন।

ডঃ অনিন্দিতা ব্যানার্জীর পুরো সাক্ষাতকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। 

Follow SBS Bangla on .

আরও দেখুন: 



Share