Feature

বাংলাদেশে 'সংখ্যালঘু নির্যাতনের' বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত 'সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের' বিরুদ্ধে এবং সাম্প্রতিক গ্রেফতার, মামলা ও হামলার ইস্যুতে গত ১ ডিসেম্বর ২০২৪, রবিবার অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যাণ্ড রিলিজিয়াস মাইনোরিটিস ইন বাংলাদেশ (এএফইআরএমবি)-এর উদ্যোগে মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ARV00546.jpg

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের 'নির্যাতনের বিরুদ্ধে' গত ১ ডিসেম্বর ২০২৪, রবিবার অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যাণ্ড রিলিজিয়াস মাইনোরিটিস ইন বাংলাদেশ (এএফইআরএমবি)-এর উদ্যোগে মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। Source: Supplied / AFIRMB/Shatadol Talukder

অস্ট্রেলিয়ার বাংলাদেশী কমিউনিটির সদস্যরা চট্টগ্রামের হাজারী লেনে 'হামলা', সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীসহ অন্যান্য ব্যক্তিদের গ্রেফতার, তাঁদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং চিন্ময় ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় বিক্ষোভ করে।

এই বিক্ষোভে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ গ্রেফতারকৃত সকল সংখ্যালঘুর নিঃশর্ত মুক্তি, তাঁদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং সকল হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।

মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে, পার্থ-এর ফরেস্ট প্লেস-এ এবং সিডনির টাউন হল স্কয়ারে ১ ডিসেম্বর, ২০২৪ রবিবার দুপুরে অনুষ্ঠিত এই সমাবেশগুলোতে গ্রেফতার, মামলা, 'হামলা ও নির্যাতনের' বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অংশগ্রহণকারীগণ।

এই বিক্ষোভ সমাবেশগুলো থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি পেশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share
Published 4 December 2024 2:59pm
Updated 4 December 2024 3:32pm
By SBS Bangla
Source: SBS

Share this with family and friends