ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি খিচুড়ি রান্না করে উদযাপন করেছেন স্কট মরিসন।
তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খিচুড়ির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মভূমি গুজরাটের কারি রান্না করার ছবি পোস্ট করেছেন। তা মুহূর্তেই ভাইরাল হয়েছে। ক্যাপশনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন লিখেছেন, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার নতুন বাণিজ্য চুক্তি উদযাপন করতে রাতে কারি তৈরি করার জন্য যেটি নির্বাচন করেছেন তা সবই তাঁর প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট প্রদেশের। সেই তালিকায় খিচুড়িও রয়েছে।
জেন, মেয়েরা এবং মা সকলে এটি অনুমোদন করেছে। প্রথম ছবিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে গ্যাসে রান্না করা খিচুড়ির সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে।
ইসিটিএ হল এক দশকেরও বেশি সময় পরে একটি উন্নত দেশের সঙ্গে ভারতের প্রথম বাণিজ্য চুক্তি। অস্ট্রেলিয়া ভারতের ১৭ তম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। এবং ভারত হল অস্ট্রেলিয়ার নবম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: