২১ মে অস্ট্রেলিয়ার ফেডারাল নির্বাচন

Waziri Mkuu Scott Morrison na Kiongozi wa Upinzani Anthony Albanese.

Waziri Mkuu Scott Morrison na Kiongozi wa Upinzani Anthony Albanese. Source: SBS

Get the SBS Audio app

Other ways to listen


Published 10 April 2022 3:31pm
Updated 10 April 2022 7:08pm
By SBS News
Presented by Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends


আগামী ২১ মে ফেডারাল নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। আজ সকালে ক্যানবেরায় তিনি এ ঘোষণা দেন। টানা দু’বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। এর আগে জন হাওয়ার্ড টানা দু’বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।


আজ রবিবার সকালে গভর্নর-জেনারেল ডেভিড হারলির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। সেখানে তিনি সংসদ ভেঙ্গে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

মিস্টার মরিসন বলেন, তিনি বোঝেন যে, অস্ট্রেলিয়ানরা রাজনীতি নিয়ে ক্লান্ত। কিন্তু, এই নির্বাচনটি অস্ট্রেলিয়ার ভবিষ্যতের জন্য তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

মিস্টার মরিসন বলেন, বিগত তিন বছরে তিনি একটি শক্তিশালী সরকারের নেতৃত্ব দিয়েছেন, যে সরকার অস্ট্রেলিয়ার অর্থনীতি, স্বাস্থ্য খাত এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে কাজ করেছে।

এদিকে, ২০২১ সালের জুন থেকে জনমত জরিপে ধারাবাহিকভাবে লেবার পার্টি এগিয়ে আছে। বর্তমানে তারা টু পার্টি প্রেফার্ড ভোটে ৫৫ শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share