নিউ সাউথ ওয়েলসে ৪টি নতুন করোনাভাইরাস কেইস শনাক্ত হয়েছে যা স্থানীয় উৎস থেকে এসেছে, সেইসাথে নতুন আরো ৭জন ফিরতি যাত্রী সংক্রমণের শিকার হয়েছেন।
রাজ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত ২৬,০০০ টেস্ট সম্পন্ন হয়েছে।
এদিকে এক্টিং প্রিমিয়ার জন বারিলারও বলেছেন, "নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ কুইন্সল্যান্ডের সাথে যোগাযোগ রাখছে, তবে কুইন্সল্যান্ড এখনো সীমান্ত বিষয়ে কড়াকড়ি করার কথা ভাবছে না।"
হেলথ মিনিস্টার ব্র্যাড হ্যাজার্ড নর্দার্ন বীচেসের উত্তরের একাংশে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী শনিবার মধ্যরাত থেকে লকডাউন তুলে নেয়া হবে নিশ্চিত করেছেন।
নতুন যে চারজন শনাক্ত হয়েছে তার মধ্যে একজন নর্দার্ন বীচেস সংশ্লিষ্ট, যার প্রেক্ষিতে ওই এলাকার সুপারমার্কেট ও ডিসকাউন্ট কেমিস্ট স্টোরে নতুন সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে হসপিটালিটি ভেন্যুগুলোর জন্য করা বাধ্যতামূলক চেক-ইন সিস্টেম সার্ভিস এনএসডাব্লিউ এপটি বৃহস্পতিবার বিকেল থেকে কয়েক ঘন্টার জন্য কাজ করেনি। এই এপটি কিছু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ২০২১-এর শুরুর দিকে।
এদিকে এসসিজিতে যে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি আজ শুক্রবার শুরু হচ্ছে তাতে উপস্থিত সকলকেই মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে, তারা শুধু খাওয়া এবং পান করার সময় মাস্ক খুলতে পারবেন।
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন।
আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে sbs.com.au/coronavirus ভিজিট করুন।
আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: , , , , , , , .
আরও দেখুনঃ