সেটেলমেন্ট গাইডঃ মহামারীর সময়ে ঋণগ্রস্ত হয়ে গেলে যা করতে পারেন

কোভিড -১৯ মহামারীর এই এক বছরে, অনেক অস্ট্রেলিয়ান তাদের ঘরের বিল এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে একাধিক ব্যক্তিগত ঋণের উপর নির্ভর করে বাড়তি ঋণের এক চক্রজালে আটকা পড়েছে।

How to handle pandemic debt

How to handle pandemic debt Source: Getty Images

যদি আপনার ঋণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে নিখরচায় এবং গোপনীয় আর্থিক পরামর্শ সেবা গ্রহণ করতে পারেন। এতে আপনার পরিস্থিতির মূল্যায়ন করে এবং আপনার সামর্থের মধ্যে ঋণ পরিশোধের একটি পরিকল্পনা তৈরী করতে সহায়তা পেতে পারেন।

ন্যাশনাল ডেট হেল্পলাইনের আর্থিক পরামর্শদাতা সারা ব্রাউন-শ প্রতিদিন উদ্বিগ্ন ঋণগ্রস্ত ব্যক্তিদের সাথে ঋণ পরিশোধের উপায় নিয়ে পরামর্শ দিয়ে থাকেন।
How to handle pandemic debt
How to handle pandemic debt Source: Getty Images
তিনি বলেন যে অনেক পরিবার, কোভিড -১৯ মহামারীর ধাক্কায় তাদের আর্থিক প্রতিশ্রুতিগুলি রক্ষা করতে পারছিলো না, তারা ক্রমেই পিছিয়ে পড়ে এবং এখন তারা জমে যাওয়া অনেক বেশি ঋণের মুখোমুখি হচ্ছে।

আপনার ঋণগুলি যখন বকেয়া থাকে তখন একই সাথে আপনার বিল এবং ঋণ পরিশোধে অসুবিধা হয়, তাই ঋণ পরিশোধে একটি পরিকল্পনা তৈরি করা এবং ঋণের বোঝা বড় হতে না দেয়াই উত্তম।

অর্থনীতিবিদ এবং অস্ট্রেলিয়া এবং উরুগুয়ের ইকোনমিক সোসাইটির সদস্য, সিডনি ডেমারিয়া পরামর্শ দিয়ে বলেন যে কারও ঋণ এবং তাদের সুদের হারের তালিকা তৈরি শুরু করা উচিত।

“এক নম্বর, আপনার ঠিক কতটা ঋণ আছে এবং আপনি কার কাছে ঋণী তা অবশ্যই আপনাকে জানতে হবে। অনেক সময় দেখা গেছে মানুষ কার কাছে কতটা পাওনা তা ভুলে যেতে পছন্দ করে। আপনি যখনি আপনার বেতনের চেক পাবেন তখন পরের তিন চার দিন সেই বেতন থেকে কিছু অংশ শোধ করার চেষ্টা করবেন।"
How to handle pandemic debt
How to handle pandemic debt Source: Getty Images
আপনার যদি একাধিক ঋণ থাকে সেক্ষেত্রে সিডনি ডেমারিয়া বলেন, আপনার সম্পদের সাথে যে ঋণটি জড়িত এবং যেটির জন্য আপনাকে সর্বাধিক সুদ দিতে হয় সেটি পরিশোধের জন্য আপনার অগ্রাধিকার দেওয়া উচিত।

এবরোজিনাল এবং টরেস স্ট্রেইট আইল্যান্ডের লোকদের জন্য আর্থিক সক্ষমতা, ন্যায্যতা এবং স্থিতিশীলতার একজন এডভোকেট লিন্ডা এডওয়ার্ডস অলাভজনক সংস্থা ফিনান্সিয়াল কাউন্সেলিং অস্ট্রেলিয়ায় কাজ করেন।

তিনি বলেন, "আপনার আর্থিক অবস্থাটি কি তা বোঝাবার জন্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখা সত্যিই গুরুত্বপূর্ণ এবং তারা অনেক সময় এই ঋণ হ্রাস করতে সহায়তা করতে পারে।”

এবং যদিও লিন্ডা এডওয়ার্ডস আপনার ঋণদাতাদের সাথে যোগাযোগ রাখার এবং সহজে ঋণ পরিশোধের পরিকল্পনা তৈরির গুরুত্বের উপর জোর দেন, তবে তিনি কীভাবে তাদের সাথে কথা বলবেন তা আপনার জানা উচিত বলে মনে করেন।

“কাউকে তাদের ব্যাঙ্কের সাথে কথা হলে আমি প্রথমেই যেটি বলতে বলব তা হল ‘আমি আর্থিক সমস্যায় আছি’ কথাটি ব্যবহার করা। তারপরে স্পষ্টতই আপনার অর্থ শোধের ক্ষমতা যাই থাকুক না কেন তখন একটি ভিন্ন ধরণের কথাবার্তা হবে যা  আপনার অনুকূলে যেতে পারে।”

আপনার যদি অসংখ্য ঋণ থাকে, এবং সুদ পরিশোধের সময়সূচি নিয়ে যদি আপনি খুব চাপে থাকেন, তবে সিডনি ডেমারিয়া পরামর্শ দেন ডেট কনসোলিডেশন বা সবগুলো ঋণ একত্রিত করণের জন্য।
How to handle pandemic debt
How to handle pandemic debt Source: Getty Images
তবে স্বল্প সুদে একক হিসেবে একাধিক ঋণ পরিশোধের প্রচেষ্টা আকর্ষণীয় বলে মনে হতে পারে, তবে এর কিছু সমস্যাও আছে ।

তিনি বলেন, ডেট কনসোলিডেশন কোম্পানিগুলো অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মতোই, তারাও তাদের সুদ বা লাভটা আগে চিন্তা করবে। 

এদিকে ন্যাশনাল ডেট হেল্পলাইনের আর্থিক পরামর্শদাতা সারা ব্রাউন ঋণ একীকরণের মতো ধারণা সম্পর্কে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।  

তিনি বলেন, ডেট কনসোলিডেশন নিয়ে অনেক বিভ্রান্তি এবং ভুল তথ্য আছে। এই বিকল্প বেছে নেয়ার আগে কোন ফাইনান্সিয়াল কনসালটেন্টের পরামর্শ নিন, কারণ এটা আপনার উপযুক্ত নাও হতে পারে।"  

মিসেস ব্রাউন-শ বলেন যে অনেক লোক ঋণের জালে আটকে রয়েছে কারণ তাদের আর্থিক প্রতিষ্ঠান ঋণদানের সময় দায়বদ্ধতার পরিচয় দেয় না।

লিন্ডা এডওয়ার্ডস আপনার অর্থ পরিশোধের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে হলে সাথে সাথে একজন আর্থিক পরামর্শদাতার সাহায্য নেওয়ার পরামর্শ দেন।

ইংরেজী যদি আপনার প্রথম ভাষা না হয় এবং বুঝতে আপনার অসুবিধা হয়, তবে ন্যাশনাল ডেট হেল্পলাইনে সারা ব্রাউন-শ'য়ের মত আর্থিক পরামর্শদাতার সাথে আপনার ভাষায় দোভাষীর মাধ্যমে কথা বলতে পারেন, এজন্য ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স থেকে ট্রান্সলেটিং সার্ভিস ব্যবহার করতে পারেন।

তিনি বলেন যে আপনি যদি বিদ্যুৎ বিল, ইন্টারনেট বা ফোন বিল, বন্ধক, ক্রেডিট কার্ড, বা পে'ডে লোন পরিশোধ করতে না পারেন তবে একজন আর্থিক পরামর্শদাতা আপনার পক্ষেও আইনজীবী হতে পারেন।

দেশব্যাপী প্রায় ৮৫০ আর্থিক পরামর্শদাতা রয়েছেন যারা নিখরচায় এবং গোপনীয়তার সাথে আপনাকে  সহায়তা করবে এবং আপনাকে ঋণ পরিশোধের বিকল্পগুলো নিয়ে আলোচনা করবে এবং সেইসাথে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি করতে সহায়তা করতে পারে।

বিনামূল্যে এবং গোপনীয় আর্থিক এবং আইনী পরামর্শের জন্য, ন্যাশনাল ডেট হেল্পলাইন 1800 007 007 এই নাম্বারে যোগাযোগ করুন। 

আরও দেখুনঃ

Share
Published 19 February 2021 8:03pm
By by Josipa Kosanovic
Presented by Shahan Alam

Share this with family and friends