Latest

সিডনির বন্ডাই শপিং সেন্টারে ছুরিকাঘাতে নিহত ছয়, বেশ কয়েকজন 'গুরুতর' আহত, আলবানিজির নিন্দা

সিডনির বন্ডাইয়ে একটি শপিং সেন্টারে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, হামলাকারীর ছুরিকাঘাতে ছয় জন নিহত হয়েছেন।

STABBING BONDI JUNCTION

Paramedics treated patients at the scene, and police declared it a critical incident. Source: AAP / Steve Markham

সিডনির বন্ডাই জংশনের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে একাধিক লোককে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এই ঘটনায় ছয় জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজি এই ঘটনাকে 'ভয়ংকর রকমের সহিংসতা' বলে নিন্দা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, বন্ডাই জংশনের এই 'নারকীয়' দৃশ্যের ঘটনা 'বর্ণনার বাইরে'।

শনিবার বিকেলে এই হামলার পর এটিকে 'বড় ঘটনা' বলে ঘোষণা করা হয়। প্যারামেডিকরা ঘটনাস্থলে ছুরিকাঘাতে আহতদের চিকিত্সা করে।

এনএসডব্লিউ অ্যাম্বুলেন্স জানিয়েছে যে, ছুরিকাঘাতে আহত নয় মাস বয়সী শিশু-সহ নয় জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ তদন্ত ঘটনার করছে, তবে কর্তৃপক্ষ বলেছে এখন আর কোন হুমকি নেই।
"প্রাথমিক তদন্ত থেকে মনে হচ্ছে যে, এই ব্যক্তি একাই কাজ করেছে," এনএসডব্লিউ পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক শনিবার রাতে মিডিয়াকে বলেছেন, পুলিশ এখনও অপরাধীকে সনাক্ত করার চেষ্টা করছে।

"অপরাধী সম্পর্কে আমার কাছে তথ্য নেই। আমি এই পর্যায়ে জানি না সে কে।"

কুক যোগ করেছেন যে, হামলাকারীর কোন উদ্দেশ্য বা মতাদর্শ নির্দেশ করে এমন কিছুই ঘটনাস্থলে ছিল না, তবে পুলিশ সন্ত্রাসবাদকেও অস্বীকার করছে না।
A woman rubs tears from her eyes as she pushes a pram, flanked by a police officer on one side and a man holding a small child in the other. Ambulance in the background.
Source: AFP / David Gray via Getty Images

একজন অফিসার যেভাবে হামলাকারীর মুখোমুখি হন

হামলাকারী প্রথমে বিকাল তিনটার পর শপিং সেন্টারে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই বের হয়ে যায়, তারপর প্রায় ১০ মিনিট পরে আবার ফিরে আসে এবং এরপর "প্রায় নয় জনকে ছুরিকাঘাত করে"।

একজন মহিলা পুলিশ অফিসার যিনি কাছাকাছি ছিলেন তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং হামলাকারীর মোকাবেলা করেন।

কমিশনার কুক বলেন, পিছন থেকে লেভেল পাঁচে ওই অফিসার হামলাকারীর মুখোমুখি হন।

কুক বলেন যে, লোকটি অফিসারের দিকে ফিরে আক্রমণ করার জন্য ছুরি তুলেছিল, এসময় অফিসার তাকে গুলি করে, ফলে সে নিহত হয়।

ওই অফিসারের তৎপরতা অনেক মানুষের জীবন বাঁচিয়েছে, তিনি যোগ করেন।
AUSTRALIA-CRIME-POLICE
Families walk out of the Westfield Bondi Junction shopping mall after a stabbing incident in Sydney on 13 April, 2024. Source: Getty / David Gray

"সন্ত্রাসবাদী কর্মকাণ্ড কিনা তা 'এতো তাড়াতাড়ি' বলা যাবে না"

এদিকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) কমিশনার রিস কারশ' জোর দিয়ে বলেছেন, এই হামলার ঘটনা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড কিনা তা 'এতো তাড়াতাড়ি' বলা যাবে না।

"এতো তাড়াতাড়ি তার উদ্দেশ্য সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে না এবং কোন অনুমানই এটি বুঝতে কাজ করবে না," বলেন তিনি।
A NSW Police officer pulls the peak of his cap down over his eyes as he walks away from emergency services personnel and an ambulance stretcher
Credit: Photo by DAVID GRAY/AFP via Getty Images
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 13 April 2024 9:15pm
Updated 13 April 2024 9:40pm
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends