বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্ত, সহায়-সম্বল হারানো অসহায় জনগণ এবং জুলাই গণ-আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আঁকুতি নিয়ে সিডনির ব্ল্যাকটাউনের বোম্যান হলে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলো নিরালা হোল্ডিংস।
আর, এর আয়োজক সংগঠনগুলো হলো: ১. এ-আই-ইউ-বি অ্যালামনাই অস্ট্রেলিয়া ইনকর্পোরেটেড ২. এসোসিয়েশন অব আই-ইউ-বি অ্যালামনাই অস্ট্রেলিয়া ইনকর্পোরেটেড (ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ) ৩. অজি এন-এস-ইউয়ার্স এসোসিয়েশন ইনকর্পোরেটেড (নর্থ সাউথ ইউনিভার্সিটি) ৪. বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়া ৫. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ৬. আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয় ৭. ই-ডব্লিউইয়ান্স ইন অস্ট্রেলিয়া (ঈস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি) ৮. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া ৯. খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ১০. কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া ১১. রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া; এবং ১২. সাস্ট অ্যালামনাই অস্ট্রেলিয়া (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট এর কনসাল জেনারেল মো: শাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মিস্টার ওয়ারেন এরিক কিরবি, এমপি, অস্ট্রেলিয়ান লেবার পার্টি; মিস্টার মার্ক জোসেফ কুরি, এমপি, অস্ট্রেলিয়ান লিবারেল পার্টি; জনাব ইব্রাহিম খলীল, কাউন্সিলর; জনাব আশিকুর রহমান, কাউন্সিলর এবং এলিজা আজাদ রহমান, কাউন্সিলর।
অতিথিগণ বাংলাদেশের যেকোনো সংকট-পরিস্থিতিতে পাশে থাকার এবং সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন, একইসাথে তারা সকল প্রবাসী বাংলাদেশীর প্রতি ঐক্যবদ্ধ হয়ে সংকট ও দূর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করার উদাত্ত আহবান জানান।
এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রাহাত শান্তনু, ব্যান্ডদল কৃষ্টি ও ধূমকেতু'র শিল্পীবৃন্দ।
শিশুশিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশের দুর্যোগ ও সংকট পরিস্থিতির উপর অঙ্কিত চিত্র প্রদর্শন করা হয় এবং অনুষ্ঠানে যারা সশরীরে উপস্থিত হতে পারেন নি, কিন্তু, আর্থিক অনুদান প্রদান করেছেন তাদের সকলের নাম সম্বলিত একটি তারকা বোর্ড প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আগত সকল অংশগ্রহণকারীর জন্য দুপুরের খাবার ও পানীয় পরিবেশন করা হয়।
এই আয়োজনে বাংলাদেশের বন্যার্ত এবং জুলাই গণ-আন্দোলনে হতাহতদের পরিবারের আর্থিক সহায়তার উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করা হয়।
আয়োজকরা জানান, এই আয়োজন থেকে সংগৃহীত তহবিল বাংলাদেশ সরকারের ত্রাণ কার্যক্রম এবং জুলাই ফাউন্ডেশনে প্রদান করা হবে। আয়োজকরা আরও বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের জন্য অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা সর্বদাই ভ্রাতৃত্বের হাত বাড়াতে বদ্ধপরিকর।
প্রেস বিজ্ঞপ্তি
READ MORE
![Image for read more article 'READ MORE'](https://images.sbs.com.au/dims4/default/6775567/2147483647/strip/true/crop/1777x999+255+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fplay_store_promo2x_2.jpg&imwidth=1280)
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।