সিডনিতে এক ব্যক্তির কোভিড-১৯ সনাক্ত, উৎসের খোঁজ করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ

সিডনির ইস্টার্ন সাবার্বের এক ব্যক্তির আজ কোভিড-১৯ সনাক্ত করা হয়েছে। তিনি সম্প্রতি বিদেশ-ভ্রমণও করেন নি এবং তিনি স্বাস্থ্য, সীমান্ত কিংবা কোয়ারেন্টিন পরিষেবারও সম্মুখ-সারির কর্মী নন।

NSW Premier Gladys Berejiklian.

NSW Premier Gladys Berejiklian. Source: AAP

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে এক ব্যক্তির কোভিড-১৯ সংক্রমণ সনাক্ত করা হয়েছে। এর আগে বিগত টানা ১৭ দিন স্থানীয়ভাবে সংক্রমিত কাউকে সনাক্ত করা হয় নি।

সংক্রমিত ব্যক্তির বয়স ৫০ এর কোঠায়। সিডনির ইস্টার্ন সাবার্বের এই ব্যক্তি কীভাবে সংক্রমিত হলেন, সেই বিষয়ে অনুসন্ধান করছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। কারণ, তিনি সম্প্রতি বিদেশ-ভ্রমণ করেন নি এবং তিনি স্বাস্থ্য-কর্মী, সীমান্ত-কর্মী কিংবা কোয়ারেন্টিন-কর্মীও নন।

৩০ এপ্রিল শুক্রবার থেকে ২ মে রবিবার পর্যন্ত সংক্রমিত থাকা অবস্থায় এই ব্যক্তি বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন।

এসব স্থানের মধ্যে রয়েছে, ইভেন্ট সিনেমাস এবং বন্ডাই জাংশনের মিট স্টোর, অ্যানানডেল এবং ক্যাজুলার বার্বিকিউ গ্যালোর, সিলভার ওয়াটার-এর জো’স বার্বিকিউস অ্যান্ড হিটিং এবং টাকার বার্বিকিউস, মাস্কটের বিপি এবং রাশকাটার্স বে-এর ফিগো রেস্টুরেন্ট।

ওয়েবসাইটে বর্ণিত সময়ের মাঝে কেউ যদি এসব স্থানে গিয়ে থাকেন তাহলে তাকে অচিরেই সেল্ফ-আইসোলেশনে যেতে হবে এবং কোভিড-১৯ পরীক্ষণ করতে হবে।
এই ভাইরাসের স্ট্রেইন জানার জন্য জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে এর ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান মঙ্গলবার সাংবাদিকদেরকে বলেন,

“এই ব্যক্তি সবকিছুই ঠিকভাবে করেছেন। কিন্তু, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে, আমরা কোনো কিছুই এমনিতেই পাব বলে ধরে নিতে পারি না।”

“স্ট্রেইনটি সম্পর্কে জিনোমিক সিকোয়েন্সিং করে কিছু জানা যাবে এবং এর পরে কিছু সম্ভাব্য যোগসূত্রও।”

“আমাদের কাজ হলো এটি নিয়ন্ত্রণ করা, অন্যান্য সম্ভাব্য কেসগুলো সনাক্ত করা, এর উৎস নির্ণয় করার চেষ্টা করা এবং এই কেসটির নিয়ন্ত্রণ নিশ্চিত করা।”
চিফ মেডিকেল অফিসার কেরি চ্যান্ট বলেন, “সাধারণ রুটগুলো, যে-সবের মাধ্যমে কেউ সংক্রমিত হন বলে আমরা মনে করি” যেমন, হাসপাতালের কন্টাক্ট, এক্ষেত্রে এর রকমটি ঘটে নি।

সেই ব্যক্তির “যৌক্তিক সংখ্যক” ক্লোজ কন্টাক্ট ছিল, বলেন তিনি। তাদের সবাইকে টেস্ট করা হচ্ছে।

তিনি বলেন, “কমিউনিটির ঝুঁকি নিরূপণের জন্য, এই ব্যক্তি কীভাবে সংক্রমিত হলেন সেটা জানতে আমরা খুবই আগ্রহী।”
NSW Chief Health Officer Dr Kerry Chant.
NSW Chief Health Officer Dr Kerry Chant. Source: AAP
মিজ বেরেজিক্লিয়ান বলেন,

“আমি আশা করি, সবাই এটা দেখে সতর্ক হবেন।”

“আমাদেরকে সচেতন হতে হবে যে, ভাইরাস এখনও আশেপাশে রয়েছে। এই বৈশ্বিক মহামারীর সময়টিতে আমাদেরকে এখনও সতর্কতার মাত্রা বজায় রাখতে হবে।”

নতুন এই কেসটি বৃহস্পতিবারের কেস সংখ্যার সঙ্গে যুক্ত হবে। এ বিষয়ে ফেডারাল হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট বলেন, নিউ সাউথ ওয়েলসের কন্টাক্ট ট্রেসিং সিস্টেম “পরিপূর্ণভাবে বৈশ্বিক মানের” ছিল।

কারও মাঝে কোভিড-১৯ এর লক্ষণ দেখা দিলে অতি দ্রুত টেস্ট করতে বলা হচ্ছে।

Follow SBS Bangla on .

Share
Published 5 May 2021 4:41pm
By Maani Truu
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends