সিডনির নিউ ইয়ার্স ইভের ফায়ারওয়ার্কসের পরিকল্পনা অনুসারে কাজ চলছে। তবে ক্যাটাস্ট্রফিক ওয়েদার কন্ডিশন্স ঘোষণা করা হলে এ বারের অনুষ্ঠান বাতিল করা হতে পারে।
নববর্ষের প্রাক্কালে ফায়ারওয়ার্কস বা আতশবাজির জন্য সিডনির খ্যাতি রয়েছে। প্রতিবছর অসংখ্য মানুষ ছুটে আসেন এই অনুষ্ঠানে যোগ দিতে। এ বছর হারবার ব্রিজের এই অনুষ্ঠানে প্রায় এক মিলিয়ন লোক সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে নিউ সাউথ ওয়েলসের অর্থনীতিতে ১৩০ মিলিয়ন ডলার যুক্ত হবে।
নিউ সাউথ ওয়েলস রাজ্য জুড়ে মঙ্গলবার তাপমাত্রা অনেক বৃদ্ধি পাবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, ওয়েস্টার্ন সিডনিতে এবং রিজিওনাল নিউ সাউথ ওয়েলসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।
এই রাজ্যের নর্দার্ন টেবলল্যান্ডস এর আর্মিডেল এবং সাউথ কোস্টের হাসকিসন-সহ কোনো কোনো কমিউনিটি তাদের ফায়ারওয়ার্কস প্রদর্শনী স্থগিত কিংবা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।সিটি অফ সিডনি লর্ড মেয়র ক্লোভার মুর এর আগে বলেছিলেন, নিউ ইয়ার্স ইভ-এ যদি টোটাল ফায়ার ব্যান ঘোষণা করা হয় তাহলে কাউন্সিল ‘আমাদের যা করা দরকার তাই করবে’।
Fireworks explode over the Sydney Harbour during the 2018/19 New Year's Eve celebrations. Source: AAP
রবিবার ডেইলি টেলিগ্রাফের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নর্দার্ন বিচেস কাউন্সিলের একটি অভ্যন্তরীণ ইমেইলের তথ্য অনুসারে, যদি আবহাওয়ার বিপর্যয় দেখা যায় শুধুমাত্র তখনই সিডনির ফায়ারওয়ার্কস বাতিল করা হবে।
লোকাল কাউন্সিলগুলো, সরকার এবং রুরাল ফায়ার সার্ভিসের মধ্যকার একটি সভায়, ক্রিসমাসের আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২৭ ডিসেম্বর কাউন্সিলরদেরকে ইমেইলের মাধ্যমে তা অবহিত করা হয়।ইমেইলটিতে স্বাক্ষর করেছেন কাউন্সিলের কমিউনিটি এনগেজমেন্টের একজিকিউটিভ ম্যানেজার ক্যাথ ম্যাকেঞ্জি। তিনি বলেন, আবহাওয়ার কারণে প্রয়োজন হলে অনুষ্ঠানগুলো জরুরি ভিত্তিতে বন্ধ করার পরিকল্পনা করছে কর্মীরা।
Sydney Lord Mayor Clover Moore. Source: AAP
তবে, সিটি অফ সিডনি বলছে, যেভাবে পরিকল্পনা করা হয়েছে ফায়ারওয়ার্কস উদযাপন করা হবে।
“অনুষ্ঠানটির আয়োজনের ক্ষেত্রে সিটি অফ সিডনি নিবিড়ভাবে নিউ সাউথ ওয়েলস সরকারের এজেন্সিগুলোর সঙ্গে কাজ করছে। যেমন, ডিপার্টমেন্ট অফ প্রিমিয়ার অ্যান্ড কেবিনেট, নিউ সাউথ ওয়েলস হেলথ, নিউ সাউথ ওয়েলস পুলিস এবং ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সঙ্গে কাজ করছে।” সিটি অফ সিডনির একজন মুখপাত্র রবিবার এক বিবৃতিতে এ কথা বলেন।
“যদি টোটাল ফায়ার ব্যান ঘোষণা করা হয়, তাহলে নিরাপদে এই অনুষ্ঠানটি করার জন্য আমরা নিউ সাউথ ওয়েলস সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গে এবং নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিসের সঙ্গে লিঁয়াজো চালিয়ে যাব।”
রুরাল ফায়ার সার্ভিস কমিশনার শ্যান ফিজসিমন্স এর আগে বলেন, মঙ্গলবার ক্যাটাস্ট্রফিক কন্ডিশন্স ফিরে আসবে বলে তারা আশা করছেন না।
তীব্র গতিতে বায়ু প্রবাহিত হলে সিটি অফ সিডনি এবং তাদের ফায়ারওয়ার্কস ডাইরেক্টর ফরটুনাটো ফুটি পরিস্থিতি খতিয়ে দেখবে। তাদের মুখপাত্র বলেন,
“নিউ ইয়ার্স ইভের জন্য সিডনিতে আগত সমস্ত দর্শনার্থীকে আমরা পরিস্থিতি সম্পর্কে এবং তাদের স্বাস্থ্যের উপর এর প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে বলছি।”প্রায় আড়াই লাখ (২৫০,০০০) লোক একটি পিটিশনে স্বাক্ষর করেছেন ()। এতে বলা হয়েছে, ফায়ারওয়ার্কস বাতিল করতে ও সেই অর্থ নিউ সাউথ ওয়েলসের খরা ও বুশফায়ারের ত্রাণ কাজে ব্যবহার করতে।
Rural Fire Service crews fight the Gospers Mountain Fire last week. Bushfire conditions will remain high over the newyear. Source: AAP
সিটি অফ সিডনির মুখপাত্র বলেন,
“এই অনুষ্ঠানটি বাতিল করা হলে সিডনির ব্যবসা-বাণিজ্যে তা গুরুতরভাবে আঘাত হানবে।”
“এর ফলে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থান এবং বিদেশী হাজার হাজার লোক যারা নিউ ইয়ার্স ইভের জন্য তাদের ফ্লাইট, হোটেল এবং রেস্টুরেন্ট বুক করেছেন সেগুলো বরবাদ হবে।”
তাছাড়া, এই অনুষ্ঠানের বাজেটের বেশির ভাগ অর্থই ইতোমধ্যে ব্যয় করা হয়েছে জনগণের ভীড়ের নিরাপত্তা বিধান এবং পরিচ্ছন্নতার কাজে।
মুখপাত্র আরও বলেন,
“অস্ট্রেলিয়ার বড় অংশ যেখানে খরা ও বুশফায়ারের সম্মুখিন সেখানে আমরা সিডনি নিউ ইয়ার্স ইভ ফায়ারওয়ার্কস বন্ধ করার ক্ষেত্রে জনগণের উদ্বেগ ও আন্তরিকতার মূল্যায়ন করি। এটি বাতিল করার এবং এই বাজেট ত্রাণ কাজে প্রদান করার জন্য জনগণের দাবি আমরা শুনেছি।”
“কিন্তু, আমরা নিউ ইয়ার্স ইভ উদযাপন বাতিল করতে পারি না। ক্ষতিগ্রস্ত কমিউনিটিগুলো এর ফলে তেমন কোনো বাস্তব সুবিধা পাবে না।”
with AAP...