"কোন বিকল্প নেই": ভিক্টোরিয়ায় আবার ৭ দিনের লকডাউন ঘোষণা করলেন প্রিমিয়ার

প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ নিশ্চিত করেছেন যে রাজ্যে আবারো ৭দিনের সংক্ষিপ্ত লকডাউন ঘোষণা করা হয়েছে, যা কার্যকর হবে আজ বৃহস্পতিবার, ৫ অগাস্ট, রাত ৮টা থেকে।

Victoria lockdown covid pandemic australia

People are seen dining at the Wolf Cafe & Eatery in Altona North after it was announced as a tier 1 site in Melbourne, Thursday, August 5, 2021. Source: AAP Image/Daniel Pockett

ভিক্টোরিয়া আজ ৮টি স্থানীয় রোগী সনাক্ত করেছে, এবং দুসপ্তাহেরও কম সময়ের মধ্যে ষষ্ঠবারের মত লকডাউনে যাচ্ছে।

রাজ্যের প্রিমিয়ার সতর্ক করে দিয়ে বলেছেন, লকডাউনের জন্য আর কিছুদিন অপেক্ষা করলে নতুন সংক্রমণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 

"আমরা কেউই আবার লকডাউন চাই না, কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক দ্রুত ছড়ায়। হাতেগোনা যে কয়েকটি পজেটিভ কেইস আছে তার লিঙ্ক পাওয়া যাচ্ছে না, তারা সংক্রমিত অবস্থায় আইসোলেসনে ছিলেন না।" 

"তাই আমি বলবো, বাড়ী ফিরে যান, এবং লকডাউন শুরু করুন। কেউ ঘোরাঘোরি করবেন না, আপনি হয়ত নিজের অজান্তেই ভাইরাস ছড়িয়ে দেবেন," বলেন তিনি।
COVID-19 update
Victorian Premier Daniel Andrews. Source: AAP
লকডাউনের সময় শরীর চর্চা বা শপিঙয়ে ৫ কিলোমিটারের বেশি দূরত্বে যাওয়া যাবে না, এবং ঘরে-বাইরে মাস্ক পড়তে হবে।

আল তাকওয়া কলেজকে প্রথম স্তরের (Tier 1) এক্সপোজার সাইট বা সংক্রমণ উৎস ঘোষণা করা হয়েছে, প্রতিষ্ঠানের দুহাজার শিক্ষার্থী, এবং ৩০০ কর্মীর সকলকেই ভাইরাস টেস্ট করাতে হবে এবং কমিউনিটি থেকে স্বেচ্ছায় বিচ্ছিন্ন থাকতে হবে। এছাড়া ডা বারবার হাউজ, ক্যারোলিন স্প্রিংস; উলফ ক্যাফে এন্ড ইটারী, এলটোনা নর্থ; এবং উলওআর্থ ডনকাসটারও Tier 1 এক্সপোজার সাইট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। 

ভিক্টোরিয়া রাজ্যের  এখানে দেখুন । 

অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন।  

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে ভিজিট করুন। 

Follow SBS Bangla on .

আরও দেখুন:



Share

Published

Updated

Presented by Shahan Alam

Share this with family and friends