অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান CSIRO এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওশাদ হক, ঘুরুঞ্চির প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদ, একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুব স্মারক, অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্মেন্টের সিনিয়র কর্মকর্তা ও মৃত্তিকা-বিজ্ঞানী রাজীব রহমান, ফারহানা রহমানসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল চৌধুরী বলেন, “মেলবোর্ন থেকে বাংলা ভাষায় প্রথম ভ্রমণ ম্যাগাজিন ও ওয়েবসাইটের যাত্রা এক অনন্য ঘটনা। সারা বিশ্বের বাংলাভাষী এ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, নতুন উদ্যমে তাঁদের লেখনির মাধ্যমে যুক্ত থাকতে পারবেন ঘুরুঞ্চির সাথে।“
কামরুল চৌধুরী ঘুরুঞ্চির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ঘুরুঞ্চির উদ্যোগকে মেলবোর্নের বাংলা স্কুলের নবীন প্রজন্মের কাছে নিয়ে যেতে তিনি অনুরোধ করেন।
ঘুরুঞ্চি ডট কম ওয়েবসাইটের যাত্রা শুরু। Credit: Salahuddin Ahmed
অনুষ্ঠানে ঘুরুঞ্চির প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদ বলেন, “বাংলা ভাষায় পরিবেশ ও প্রকৃতি-নির্ভর কর্মকান্ড ও ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার মতো তেমন উল্লেখযোগ্য প্রকাশনা বা প্ল্যাটফর্ম নেই। ঘুরুঞ্চি ম্যাগাজিন সেই শূন্যস্থান পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি বাংলা ভাষায় পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন। মানুষকে প্রকৃতির কাছাকাছি যেতে উৎসাহিত করা ও ভ্রমণে আগ্রহী করে তোলাই ঘুরুঞ্চি ম্যাগাজিনের উদ্দেশ্য।“
উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ। Credit: Salahuddin Ahmed
বাংলাদেশের একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুব স্মারক বলেন, “দেশ-বিদেশ ভ্রমণ কেবল ঘোরাঘুরি নয় এটি জ্ঞান স্ফূরণের অনন্য উৎস। এতে করে ভীনদেশের সংস্কৃতি, আচার, খাদ্যাভাস, প্রকৃতি, পরিবেশ সম্পর্কে জানা হয়, বোঝা হয়।“
ঘুরুঞ্চিডটকমের নবযাত্রাকে স্বাগত জানিয়ে মাহবুব স্মারক আশাবাদ জানান, নতুন এই ওয়েবসাইট হবে বাংলাভাষী অভিযাত্রীদের অভিজ্ঞতা বিনিময়ের প্রাণের প্ল্যাটফর্ম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছে শিশুরা। Credit: Salahuddin Ahmed
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশিত হয়েছে রাজীব রহমানের প্রযোজনা ও পরিকল্পনায় পরিবেশ, প্রকৃতি এবং ভ্রমণ বিষয়ক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন, যাতে ঘুরুঞ্চি পরিবারের সদস্যরা গান পরিবেশন করেন।
সূত্র: প্রেস বিজ্ঞপ্তি