ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ঘুরুঞ্চির নতুন ওয়েবসাইটের যাত্রা শুরু

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে যাত্রা শুরু করলো বাংলা ভাষায় প্রকাশিত ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ঘুরুঞ্চি ডট কম (Ghurunchi.com)। গত শনিবার, ৪ মার্চ ২০২৩, মেলবোর্নের মেরিবারনং কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়।

Cover Photo Ghurunchi.jpg

ঘুরুঞ্চি ম্যাগাজিনের ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা। Credit: Salahuddin Ahmed

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব‍্যবসায়ী কামরুল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান CSIRO এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওশাদ হক, ঘুরুঞ্চির প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদ, একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুব স্মারক, অস্ট্রেলিয়ান ফেডারেল গভর্মেন্টের সিনিয়র কর্মকর্তা ও মৃত্তিকা-বিজ্ঞানী রাজীব রহমান, ফারহানা রহমানসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল চৌধুরী বলেন, “মেলবোর্ন থেকে বাংলা ভাষায় প্রথম ভ্রমণ ম‍্যাগাজিন ও ওয়েবসাইটের যাত্রা এক অনন‍্য ঘটনা। সারা বিশ্বের বাংলাভাষী এ‍্যাডভেঞ্চার প্রিয় মানুষ, নতুন উদ‍্যমে তাঁদের লেখনির মাধ‍্যমে যুক্ত থাকতে পারবেন ঘুরুঞ্চির সাথে।“

কামরুল চৌধুরী ঘুরুঞ্চির এই উদ‍্যোগকে স্বাগত জানিয়ে তাতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ঘুরুঞ্চির উদ্যোগকে মেলবোর্নের বাংলা স্কুলের নবীন প্রজন্মের কাছে নিয়ে যেতে তিনি অনুরোধ করেন।
Ghurunchi website launch.jpg
ঘুরুঞ্চি ডট কম ওয়েবসাইটের যাত্রা শুরু। Credit: Salahuddin Ahmed
প্রখ‍্যাত বাঙালী বিজ্ঞানী ড. নওশাদ হক জানান, ঘুরুঞ্চির নানান উদ‍্যোগ তিনি কাছ থেকে দেখেছেন। নতুন করে ভ্রমণ ওয়েবসাইটের যাত্রা তাঁকে আরো অনুপ্রাণিত করছে। ভ্রমণে মানুষের মন উদার হয়। নতুন প্রজন্ম ভ্রমণে উৎসাহিত হয়ে, বড় ভ্রমণকারী হয়ে উঠবেন বলে আশা রাখেন তিনি।

অনুষ্ঠানে ঘুরুঞ্চির প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদ বলেন, “বাংলা ভাষায় পরিবেশ ও প্রকৃতি-নির্ভর কর্মকান্ড ও ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার মতো তেমন উল্লেখযোগ্য প্রকাশনা বা প্ল্যাটফর্ম নেই। ঘুরুঞ্চি ম্যাগাজিন সেই শূন্যস্থান পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি বাংলা ভাষায় পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন। মানুষকে প্রকৃতির কাছাকাছি যেতে উৎসাহিত করা ও ভ্রমণে আগ্রহী করে তোলাই ঘুরুঞ্চি ম্যাগাজিনের উদ্দেশ্য।“
ghurunchi attendees.jpg
উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ। Credit: Salahuddin Ahmed
তিনি আরো জানালেন, ২০২০ সালে ছোট পরিসরে ঘুরুঞ্চির যাত্রা শুরুর পর আর থেমে থাকতে হয়নি, সাতটি মহাদেশের বাংলাভাষী ভ্রমণকারীরা তাদের লেখা পাঠাতে শুরু করেন। বাড়তে থাকে উৎসাহ। সেই উৎসাহেই ঘুরুঞ্চির নবযাত্রা এই ওয়েবসাইট উদ্বোধনের মধ‍্য দিয়ে। তিনি আশা করেন, নতুন এ ওয়েবসাইট Ghurunchi.com ঘুরুঞ্চির সদস্যদের আরো উৎসাহ যোগাবে।

বাংলাদেশের একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুব স্মারক বলেন, “দেশ-বিদেশ ভ্রমণ কেবল ঘোরাঘুরি নয় এটি জ্ঞান স্ফূরণের অন‍ন‍্য উৎস। এতে করে ভীনদেশের সংস্কৃতি, আচার, খাদ‍্যাভাস, প্রকৃতি, পরিবেশ সম্পর্কে জানা হয়, বোঝা হয়।“

ঘুরুঞ্চিডটকমের নবযাত্রাকে স্বাগত জানিয়ে মাহবুব স্মারক আশাবাদ জানান, নতুন এই ওয়েবসাইট হবে বাংলাভাষী অভিযাত্রীদের অভিজ্ঞতা বিনিময়ের প্রাণের প্ল‍্যাটফর্ম।
Ghurunchi Kids performing.jpg
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছে শিশুরা। Credit: Salahuddin Ahmed
ড. সাদিকা জাহান, মাহবুব স্মারক এবং ড. জুঁই গোমেজের উপস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলবোর্নে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া প্রদেশের গণ‍্যমান‍্য অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশিত হয়েছে রাজীব রহমানের প্রযোজনা ও পরিকল্পনায় পরিবেশ, প্রকৃতি এবং ভ্রমণ বিষয়ক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন, যাতে ঘুরুঞ্চি পরিবারের সদস‍্যরা গান পরিবেশন করেন।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি


Share
Published 11 March 2023 2:10pm
Presented by Tareq Nurul Hasan
Source: SBS

Share this with family and friends