গুরুত্বপূর্ণ দিকগুলো
- আজ বৃহস্পতিবার মধ্যরাত ১১.৫৯ মি. থেকে সাতদিনের লকডাউন ঘোষণা।
- বাসা-বাড়ি ছাড়া অন্যসব স্থানে ফেইস মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
- ভিক্টোরিয়ানরা শুধু পাঁচটি কারণে গৃহ থেকে বাইরে যেতে পারবেন।
ভিক্টোরিয়াতে আজ বৃহস্পতিবার মধ্যরাত ১১.৫৯ মি. থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে। মেলবোর্নের উত্তর থেকে ছড়িয়ে পড়া কোভিড ১৯ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাসা-বাড়ি ছাড়া অন্যসব স্থানে ফেইস মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, ইনডোর-আউটডোর সব জায়গাতেই এই নিয়ম জারি থাকবে।
স্কুলগুলো বন্ধ থাকবে, এবং অনলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। তবে অপরিহার্য কর্মীদের জন্য চাইল্ডকেয়ার সেন্টারগুলো খোলা থাকবে।
সুপারমার্কেটসহ অতি জরুরী পণ্যে যেমন ঔষধের দোকান, পেট্রল স্টেশন, ব্যাংক খোলা থাকলেও রেস্টুরেন্ট, পাব এবং ক্যাফেগুলোতে শুধু টেইক-এওয়ে সার্ভিস চালু থাকবে।ভিক্টোরিয়ানরা শুধু পাঁচটি কারণে গৃহ থেকে বাইরে যেতে পারবেন: খাবার বা জরুরি পণ্য কিনতে, কাউকে সেবা দিতে, অপরিহার্য পেশা বা কাজে নিয়োজিত হলে, শরীর চর্চ্চা এবং ভ্যাকসিন দিতে।
People wait for COVID tests in Melbourne on Wednesday, 26 May. Source: AAP
তবে খাবার বা জরুরি পণ্য কিনতে এবং শরীর চর্চ্চা করতে চলাচল পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। শরীর চর্চ্চার ক্ষেত্রে দু'ঘন্টা সময় এবং সাথে একজনকে নেয়া যাবে।
বিবাহ অনুষ্ঠান বন্ধ থাকবে তবে কিছু জরুরি ব্যতিক্রম ছাড়া। ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে তবে শুধু ব্রডকাস্ট করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ জনকে অনুমোদন দেয়া হবে।
ভারপ্রাপ্ত প্রিমিয়ার জেমস মার্লিনো বলেন, ভিক্টোরিয়ায় চতুর্থবারের মত লকডাউন ঘোষণার ক্ষেত্রে গত ২৪ ঘন্টা ছিল সংকটময়।
তিনি আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "আমরা যদি এখন ভুল সিদ্ধান্ত নেই, এবং অনেক সময় নেই, তবে এর নিয়ন্ত্রণ আমাদের হাতের বাইরে চলে যাবে।"
সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজে নিয়োজিত কর্মীরা প্রায় ১০,০০০ ব্যক্তির সাথে কাজ করছেন। তাদের অনেকেই সরাসরি ও পরোক্ষভাবে সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। এছাড়া ১৫০টিরও বেশি এক্সপোজার সাইট বা সংক্রমিত ব্যক্তিরা ঘুরেছেন এমন জায়গাও তালিকাভুক্ত করা হয়েছে।
মিঃ মার্লিনো বলেন, 'অতি দ্রুত ছড়াতে থাকা' এই ভাইরাস নিয়ন্ত্রন করতেই এই লকডাউন যা জনস্বাস্থ্য পরামর্শ মেনে দেয়া হয়েছে।
ভিক্টোরিয়ান চিফ হেলথ অফিসার ব্রেট সুটোন বলেন, তারা এই অতি সংক্রমণশীল বি১৬১ ভাইরাস নিয়ে কাজ করছেন।
তিনি বলেন, "আমরা দেখতে পাচ্ছি যে, কোন পরিবারের একজন সংক্রমিত হলেই ওই বাড়িতে থাকা সবাই সংক্রমিত হয়ে যাচ্ছে।"
চল্লিশোর্ধদের ভ্যাকসিন দেয়া হবে
মিঃ মার্লিনো বলেন, ফাইজার ভ্যাকসিনের আওতা বাড়িয়ে এখন ভিক্টোরিয়ার চল্লিশোর্ধ সকলকেই দেয়া হবে।
তিনি বলেন, "আজ আমরা এই পরিস্থিতিতে পড়েছি কারণ সাউথ অস্ট্রেলিয়ার হোটেল কোয়ারেন্টিনে থাকা অবস্থায় বিধি লঙ্ঘন, যেটা সারা দেশেই হচ্ছে। তাই এই প্রাদুর্ভাব থেকে বাঁচতে আমাদের যত দ্রুত সম্ভব যোগ্য হলেই ভ্যাকসিন নিতে হবে।"
ভিক্টোরিয়াকে এর আগে আরো দশহাজার ভ্যাকসিন দেয়া হবে ঘোষণা করা হয়েছে।
মিঃ মার্লিনো বলেন, কমনওয়েলথের ভ্যাকসিন কর্মসূচির বিলম্ব হওয়ার কারণে সময়মত ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, আর সময়মত পেলে আমাদের এমন অবস্থা হতো না।
পাঠকদের মধ্যে কেউ বা কার জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক সাহায্যের জন্য যোগাযোগ করুনঃ Beyond Blue-এর নাম্বারে ফোন দিন 1300 22 4636 বা আরও তথ্যের জন্য ভিজিট করুনঃ . .
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন।
আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania
এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।
আরও দেখুনঃ