বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয় এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি সম্মান ও স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি সম্মান দেখানো হয়।
এই মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়া সরকারের হোম অ্যাফেয়ার্স, ইমিগ্রেশন ও মাল্টিকালচারাল মিনিস্টার মি. টনি বার্ক এমপি এবং বিশেষ অতিথি ছিলেন মি. মার্ক কোরে এমপি, (শ্যাডো মিনিস্টার, মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স, নিউ সাউথ ওয়েলস)।
প্রধান অতিথি জিয়া ফোরামের বিগত দিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার বাংলাদেশ সফরের গুরুত্ব তুলে ধরেন।
আর, বাংলাদেশী সংস্কৃতি তুলে ধরার জন্য জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার প্রশংসা করেন বিশেষ অতিথি।
Source: Supplied / Zia Forum Australia
জিয়া ফোরামের সভাপতি জনাব সোহেল মাহমুদ ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জিয়া ফোরামের সাধারণ সম্পাদক জনাব জাকির আলম (লেনিন)। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাফতুন নাইম নিতু ও পলি ফরহাদ।
প্রচুর দর্শকদের উপস্থিতি মেলাটিকে আকর্ষণীয় করে তুলে। মেলায় বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখে দেশীয় খাবারের দোকানগুলো ছিলো দর্শকদের আগ্রহের অন্যতম দিক। পোশাক ও দেশীয় গহনার দোকানও ছিল সেখানে।
আয়োজকদের পক্ষ থেকে অতিথিদেরকে স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্হিত ছিলেন জিয়া ফোরামের সাবেক সভাপতি জনাব আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদিকা মিতা কাদেরী, সাদ সামাদ, মোস্তাফিজুর রহমান লাবু, মিজানুর রহমান মিজান, কামরুল ইসলাম, ইয়াসিন আরাফাত অপু, রাকিবুল ইসলাম মিয়া অপু এবং কারিগরি সহায়তায় ছিলেন রবি-সহ আরও অনেকেই।
এই মেলার স্পন্সরদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মি. টনি বার্ক এম পি। আরও ছিল মেলার স্টার মিলা এবং ডিজে রাহাতের সাংস্কৃতিক সন্ধ্যা; যা উপস্থিত দর্শকদের বিপুল আনন্দিত করে তুলে।
প্রেস বিজ্ঞপ্তি
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।