সিডনিতে নারী দিবস পালন করলো উইমেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়া

গত ৮ মার্চ ২০২৩, বুধবার সিডনিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে উইমেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়া।

WC AU 4.jpg

সিডনির ব্যাংকসটাউনের এম্পোরিয়াম ফাংশন সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী নারীদের সংগঠন উইমেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়া। Credit: Women's Council of Australia

সিডনির ব্যাংকসটাউনের এম্পোরিয়াম ফাংশন সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী নারীদের সংগঠন উইমেন্স কাউন্সিল অব অস্ট্রেলিয়া।

সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশী কমিউনিটির সফল নারীদেরকে সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

বহুজাতিক কোম্পানি টেলিওজ-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও মাল্টিকালচারাল মিনিস্টার মার্ক কোরে, এমপি ডেভিড কোলম্যান, সিডনিতে বাংলাদেশ সরকারের কনসুলেট জেনারেল শাখাওয়াত হোসেন এবং টেলিওজ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম-সহ বেশ কয়েকজন বিশেষ অতিথি।

আর, সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশী সাংস্কৃতিক অনুষ্ঠান যা দর্শকদেরকে মুগ্ধ করে।
প্রেস বিজ্ঞপ্তি

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 11 March 2023 3:43pm
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends