মেলবোর্ন থেকে ফিরে গেলেন ১৫৭ জন বাংলাদেশী

Melbourne Airport

Bangladeshi Passenger at Melbourne airport Source: SBS Bangla

করোনা ভাইরাসের কারণে আটকে পরা ১৫৭ জন বাংলাদেশি শ্রীলংকান এয়ার লাইন্স এর একটি ভাড়া করা বিমানের বিশেষ ফ্লাইট শুক্রবার দুপুরে অষ্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং পরেরদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার উদ্যোগে এবং ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন ও মিল্টন ট্রাভেলস্ সেন্টার এর সহযোগিতায় ওই সকল যাত্রীরা নিরাপদে ঢাকা পৌঁছান।মেলবোর্ন এয়ারপোর্টে যাত্রীদের সার্বিক সহায়তা প্রদান করেন ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন এর একদল স্বেচ্ছাসেবী।যাত্রীরা বার বার ফ্লাইট বাতিল ও দীর্ঘ সূত্রিতার কারণে কিছুটা হতাশ হলেও অবেশে দেশে ফিরতে পেরে আনন্দিত। মেলবোর্ন বিমানবন্দরে কয়েকজন যাত্রী ও ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন এর কর্মকর্তারা এস বি এস বাংলা কে তাদের অনুভূতি জানান। ধারণকৃত সাক্ষাৎকার গুলো শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।



Share