একজন অস্ট্রেলিয়ান লেখকের দৃষ্টিতে 'একুশে ফেব্রুয়ারী'

Dr. John Hood has been writing and researching on Bangla literature, films and history for the last six decades.

Dr. John Hood has been writing and researching on Bangla literature, films and history for the last six decades. Credit: Dr. John Hood

অস্ট্রেলিয়ান লেখক-গবেষক ও অনুবাদক ড. জন হুড বাংলা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে প্রায় ছয় দশক ধরে লেখালেখি করছেন। 'একুশে ফেব্রুয়ারী' তথা ভাষা আন্দোলনের ইতিহাস নিয়েও তার গভীর পর্যবেক্ষণ আছে। আর সেটাই তিনি ব্যাখ্যা করেছেন এসবিএস বাংলার সাথে এক সাক্ষাৎকারে।


ড. জন হুড-এর ইংরেজিতে ধারণ করা পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share