‘ঠাকুরবাড়ির অন্দরমহল’ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন মেলবোর্নের সংস্কৃতিকর্মী ও প্রযুক্তিবিদ ফারিনা মাহমুদ।
এসবিএস বাংলার সঙ্গে আলাপে তিনি জানান, ঠাকুরবাড়ির বিখ্যাত পুরুষদের আড়ালে এর নারীরা সবসময়ই ঢাকা পড়ে গেছেন। কিন্তু সেই সময়ের বাঙালী নারীদের এগিয়ে নেয়ার ক্ষেত্রে তাঁদের অনেকের ভূমিকাই অনেক গুরুত্বপূর্ণ।
ঠাকুরবাড়ির নারীদের সাজে অংশগ্রহণকারীরা। Source: Supplied / Farina Mahmud
সাক্ষাৎকারে এসবিএস বাংলাকে সাঈদা মুহুরী বলেন, অনুষ্ঠানের মূল পর্ব ছিল একটি ফ্যাশন প্যারেড, যেখানে মেলবোর্নের নয়জন নারী ঠাকুরবাড়ির নারীদের সাজে সেজেছিলেন। খাবারের পরিবেশনে ব্যবহার করা হয়েছে কাঁসার থালা, বেল পাতা, কলা পাতা এইসব।
অনুষ্ঠানে আরও ছিল সাংস্কৃতিক পর্ব, যেখানে সঙ্গীত পরিবেশন করেন মেলবোর্নের জনপ্রিয় শিল্পী নিঝুম, আদিলা, শায়েরী, দীপ্তি ও সঙ্গীতা। কবিতা আবৃত্তি করেন সুবর্ণা, রম্য সংবাদ পাঠ করেন সামিয়া, এবং গিটার বাজান ফারিনা।
Source: Supplied / Syeda Muhuri
তথ্যসূত্র: প্রেস বিজ্ঞপ্তি ও সাক্ষাৎকার
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।