বাঙালী নারীদের এগিয়ে নেয়ায় ভূমিকা রাখা ঠাকুরবাড়ির নারীদের স্মরণে মেলবোর্নে আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের

Thakurbarir Ondormohol Melbourne

মেলবোর্নের টার্নিটে 'ঠাকুরবাড়ির অন্দরমহল' অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ। Source: Supplied / Farina Mahmud

গত ২৬ নভেম্বর মেলবোর্নের টার্নিটে আয়োজিত হয় ‘ঠাকুরবাড়ির অন্দরমহল’ শিরোনামের এই অনুষ্ঠানটি, যাতে অংশ নেন প্রায় ৮০ জন আমন্ত্রিত অতিথি। এই অনুষ্ঠানের আয়োজকরা কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


‘ঠাকুরবাড়ির অন্দরমহল’ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন মেলবোর্নের সংস্কৃতিকর্মী ও প্রযুক্তিবিদ ফারিনা মাহমুদ।

এসবিএস বাংলার সঙ্গে আলাপে তিনি জানান, ঠাকুরবাড়ির বিখ্যাত পুরুষদের আড়ালে এর নারীরা সবসময়ই ঢাকা পড়ে গেছেন। কিন্তু সেই সময়ের বাঙালী নারীদের এগিয়ে নেয়ার ক্ষেত্রে তাঁদের অনেকের ভূমিকাই অনেক গুরুত্বপূর্ণ।
Thakurbarir ondormohol 2
ঠাকুরবাড়ির নারীদের সাজে অংশগ্রহণকারীরা। Source: Supplied / Farina Mahmud
সেই নারীদের স্মরণ করেই আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। ঠাকুরবাড়ির নারীদের স্টাইল ও ফ্যাশন তুলে নিয়ে আসা হয় অংশগ্রহণকারীদের সাজ-সজ্জায় এবং খাবারের মেনু ও পরিবেশনায়। এতে সহায়তা করেন ফ্যাশন হাব প্রতিষ্ঠানের কর্ণধার সাঈদা মুহুরী।

সাক্ষাৎকারে এসবিএস বাংলাকে সাঈদা মুহুরী বলেন, অনুষ্ঠানের মূল পর্ব ছিল একটি ফ্যাশন প্যারেড, যেখানে মেলবোর্নের নয়জন নারী ঠাকুরবাড়ির নারীদের সাজে সেজেছিলেন। খাবারের পরিবেশনে ব্যবহার করা হয়েছে কাঁসার থালা, বেল পাতা, কলা পাতা এইসব।

অনুষ্ঠানে আরও ছিল সাংস্কৃতিক পর্ব, যেখানে সঙ্গীত পরিবেশন করেন মেলবোর্নের জনপ্রিয় শিল্পী নিঝুম, আদিলা, শায়েরী, দীপ্তি ও সঙ্গীতা। কবিতা আবৃত্তি করেন সুবর্ণা, রম্য সংবাদ পাঠ করেন সামিয়া, এবং গিটার বাজান ফারিনা।
Thakurbarir ondormohol 3.png
Source: Supplied / Syeda Muhuri
পরিবেশিত খাবারের তালিকায় ছিল আম পান্না, মটরশুঁটি মুড়ি ভাজা, লুচি, আলুর দম, বেগুন বাহার, বাসন্তী পোলাও, মাটন কোরমা, চিংড়ির মালাইকারি, সন্দেশ, কাঁচাগোল্লা, পান এবং ঠাকুরবাড়ির সংগীতায়োজনের আদলে ফারিনার তৈরি একটি কেক।

তথ্যসূত্র: প্রেস বিজ্ঞপ্তি ও সাক্ষাৎকার

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share