“সেকালের অস্ট্রেলিয়া এবং একালের অস্ট্রেলিয়ার মাঝে অনেক তফাৎ”

CanberraGoldAwards-13-1.jpg

৫০ বছরের বেশি একটানা ক্যানবেরায় বসবাসের স্বীকৃতি হিসেবে এবং বহু-সাংস্কৃতিক অস্ট্রেলিয়ান সমাজে নানাভাবে অবদান রাখায় এ বছর এসিটি-র চিফ মিনিস্টার্স ক্যানবেরা গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী অস্ট্রেলিয়ান আলী হোসেইন। Credit: act.gov.au

৫০ বছরের বেশি একটানা ক্যানবেরায় বসবাসের স্বীকৃতি হিসেবে এবং বহু-সাংস্কৃতিক অস্ট্রেলিয়ান সমাজে নানাভাবে অবদান রাখায় এ বছর এসিটি-র চিফ মিনিস্টার্স ক্যানবেরা গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী অস্ট্রেলিয়ান আলী হোসেইন।


৫০ বছর বা তারও বেশি সময় ধরে ক্যানবেরায় বসবাস করলে কিংবা সেখানে কার্যক্রম পরিচালনা করলে তার স্বীকৃতি হিসেবে কোনো ব্যক্তিকে বা গ্রুপকে ক্যানবেরা গোল্ড অ্যাওয়ার্ডস প্রদান করা হয়।

এ বছর ৭১ জনকে এবং ১৫টি গ্রুপকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এদের মধ্যে রয়েছেন ক্যানবেরায় ৫০ বছরের বেশি সময় ধরে বসবাসকারী বাংলাদেশী অস্ট্রেলিয়ান জনাব আলী হোসেইন।

এসবিএস বাংলার সঙ্গে আলাপকালে তিনি বলেন, সেকালের অস্ট্রেলিয়া ও একালের অস্ট্রেলিয়ার মাঝে অনেক তফাৎ রয়েছে।

হোয়াইট অস্ট্রেলিয়া থেকে মাল্টিকালচারাল অস্ট্রেলিয়ায় উত্তরণ, ক্যানবেরায় বাংলাদেশী জনগোষ্ঠীর বিকাশ ও এ সংক্রান্ত নানা বিষয় নিয়ে জনাব আলী হোসেইনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস সাউথ এশিয়ান-এ আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share