ম্যালকম কেইথ আরনল্ড ২০০৪ সালে বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামের মেয়ে হালিমা বেগমকে ভালোবেসে বিয়ে করেন। এরপর থেকে তিনি খুলনায় বসবাস করতে শুরু করেন।
হালিমা বেগম এসবিএস বাংলাকে জানান, মোংলায় ওয়ার্ল্ড ভিশনে কাজ করতেন তিনি। হালিমার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে। ২০০১ সালে ম্যালকম মোংলায় এলে তার সঙ্গে পরিচয় হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ম্যালকমকে চিঠি পাঠান।
২০০৩ সালে বাংলাদেশে এসে হালিমার চিকিৎসা করান ম্যালকম। এরপর ম্যালকম তাকে বিয়ের প্রস্তাব দেন। ২০০৪ সালের ৮ ফেব্রয়ারি তারা বিয়ে করেন।
ম্যালকম কেইথ আরনল্ড ২০১৮ সালে প্রথম স্ট্রোকে আক্রান্ত হন। সেই থেকে ম্যালকম অসুস্থতার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন।
হালিমা বেগম কথা বলেছেন, এসবিএস বাংলা সঙ্গে। তাঁর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের ঢাকা প্রতিনিধি আলি হাবিব।
তার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
আরও শুনুন
বাংলাদেশে চরম অর্থকষ্টে প্রবীণ অস্ট্রেলিয়ান চিত্রশিল্পী ম্যালকম, স্ত্রীকে রেখে ফিরতে চান না অস্ট্রেলিয়ায়
SBS Bangla
03/08/202210:54
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে; এখন থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।