এসবিএস বাংলা শীর্ষ খবর: ৭ এপ্রিল, ২০২৫

Australia Tariffs

A truck drives past stacked shipping containers at Port Botany in Sydney, Australia, Monday, April 7, 2025. (AP Photo/Rick Rycroft) Source: AP / Rick Rycroft/AP

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর
  • নিউ সাউথ ওয়েলসের উপ-পুলিশ কমিশনার ডেভিড হাডসন বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে ঘটানো ১৪টি ঘটনার একটি সাধারণ উৎস রয়েছে, যার সঙ্গে সংগঠিত অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে।
  • অস্ট্রেলিয়ানদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, ভোটার তালিকায় নাম নিবন্ধন অথবা তথ্য হালনাগাদ করার শেষ সময় খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে; স্থানীয় সময় অনুযায়ী, রাত ৮টার মধ্যে।
  • ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলেছেন, গত সপ্তাহে ঘোষিত নতুন শুল্ক নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজি হবেন কিনা, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করে।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share