বিদ্যমান সামাজিক কলঙ্ক ও সাংস্কৃতিক বাধাগুলো অভিবাসী সম্প্রদায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়তা পাওয়ার ক্ষেত্রে অন্যতম বড় বাধা।
"যদি তারা জানে যে সহায়তা পাওয়ার সুযোগ আছে, তবুও (প্রতিবন্ধী ব্যক্তিরা) সেগুলো গ্রহণ করতে চায় না, কারণ তারা মনে করে এতে তারা নিজেদের লজ্জিত করবে," এসবিএস এক্সামিন্সকে জানান ভেনেসা পাপাস্টাভরোস, তিনি স্পীক মাই ল্যাংগুয়েজ (Speak My Language) প্রতিবন্ধী সহায়তা কর্মসূচির জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক।
"যেসব পরিবারে প্রতিবন্ধী ব্যক্তি আছেন, তাদের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরাও প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক কার্যক্রম বা অভিজ্ঞতা থেকে দূরে রাখতেন, কারণ তারা ভয় পান যে সম্প্রদায়ের অন্য সদস্যদের কাছ থেকে তারা কলঙ্কের শিকার হবেন।"
আরও শুনুন

ইলেকশান এক্সপ্লেইনার: নির্বাচনে ভোট কী করে দিতে হয়
SBS Bangla
28/04/202208:19
মার্ক টোঙ্গা ফিজিতে জন্মগ্রহণ করেন, তাঁর বাবা-মা টোঙ্গান বংশোদ্ভূত।
মার্ক হাইস্কুলে থাকাকালীন অস্ট্রেলিয়ায় অভিবাসন করেন। বিশ্ববিদ্যালয় শেষ করার পর, তিনি একটি নতুন চাকরি শুরু করেন এবং সপ্তাহে তিনবার রাগবি খেলতেন।
একটি সাধারণ প্রশিক্ষণ সেশনের সময় তাঁর জীবন চিরতরে বদলে যায়।
আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকে, মার্ক প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে সোচ্চার, সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, তাঁর সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় বাধা হলো অন্যদের মত সুযোগ না পাওয়া।
প্রতিবন্ধী বা দীর্ঘমেয়াদি বিশেষ স্বাস্থ্য শর্তযুক্ত অভিবাসীদের জন্য আরেকটি বড় বাধা রয়েছে।
কার্লোস চিলি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে গ্র্যাজুয়েট ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। তিনি আরও দেশ ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, কিন্তু কোভিডের কারণে তিনি অস্ট্রেলিয়ায় থাকতে বাধ্য হন।
এখানে তিনি বন্ধুদের পেয়েছেন, সঙ্গী খুঁজে পেয়েছেন এবং স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নেন।
অস্ট্রেলিয়ার মাইগ্রেশন হেলথ রিকোয়ারমেন্ট অনুসারে, আবেদনকারীদের একটি স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।
এই প্রক্রিয়ায় দেখা হয়, তাঁদের চিকিৎসা ব্যয় অস্ট্রেলিয়ান কমিউনিটির জন্য কতটা ভারসাম্যহীন হতে পারে—যেমন মেডিকেয়ার (Medicare) পরিষেবা, পিবিএস (PBS) ওষুধ, প্রতিবন্ধী সহায়তা পেনশন, শিক্ষা সহায়তা এবং এনডিআইএস (NDIS)-এর মতো যেসব খরচ রয়েছে।
জ্যান গথার্ড একজন নিবন্ধিত অভিবাসন এজেন্ট এবং ওয়েলকামিং ডিস্যাবিলিটি (Welcoming Disability) নামের একটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা, যা অভিবাসন স্বাস্থ্য নীতির পরিবর্তনের জন্য কাজ করে।
তিনি বলেন, অটিজম, ডাউন সিনড্রোম, সিস্টিক ফাইব্রোসিস, যক্ষ্মা বা এইচআইভি পজিটিভ হওয়ার মতো অনেক শারীরিক অবস্থা একজন আবেদনকারীকে সহজেই "উল্লেখযোগ্য ব্যয়ের সীমা" অতিক্রম করাতে পারে।
কিছু ভিসার ক্ষেত্রে, খরচ থেকে মুক্তি বা ওয়েভার (Waiver) বা শর্ত শিথিলের জন্য আবেদন করা যায়।
তবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি অস্ট্রেলিয়াকে যে সুবিধা দেবেন, তা আপনার স্বাস্থ্য ব্যয়ের চেয়ে বেশি মূল্যবান।
কার্লোস সফলভাবে ওয়েভারের জন্য আবেদন করতে পেরেছিলেন। কিন্তু তিনি বলেন, এটি ছিল মানসিকভাবে অত্যন্ত ক্লান্তিকর।
আরও শুনুন

সেক্সুয়ালিটি, জেন্ডার, ডিস্যাবিলিটি, রেইস - সমাজের বৈচিত্র্য যেভাবে তুলে ধরা হয়েছে 'মাই মেলবোর্ন' সিনেমায়
SBS Bangla
03/03/202522:19
অস্ট্রেলিয়ার অভিবাসন স্বাস্থ্য নীতি নিউজিল্যান্ড ও কানাডার তুলনায় অনেক কঠোর।
ডিস্যাবিলিটি রয়্যাল কমিশন এই প্রক্রিয়াটির পর্যালোচনা করার সুপারিশ করেছে, কারণ এটি কার্যত প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য সৃষ্টি করে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন
আরো জানতে দেখুন sbs.com.au/sbsexamines
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়