অস্ট্রেলিয়ান ডলার এবং বন্ড মূল্যবৃদ্ধিতে ইতিবাচক ধারায় আছে, কিন্তু কেন?

Close-up of colorful plastic Australian dollar notes

澳洲銀行來季表現預期會有作爲 Source: getty images

Get the SBS Audio app

Other ways to listen


Published 20 January 2021 10:46pm
Updated 20 January 2021 11:46pm
By Shahan Alam
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends


করোনাভাইরাসের ধাক্কায় বিশ্ব অর্থনীতিতে গভীর ক্ষত সৃষ্টি হলেও অস্ট্রেলিয়া রয়েছে তুলনামূলকভাবে দৃঢ় অবস্থানে। বিশ্বের অন্যান্য প্রভাবশালী মুদ্রাগুলোর বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের দাম যেমন বাড়ছে তেমনি বাড়ছে অস্ট্রেলিয়ান বন্ডেরও দাম।


সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আক্রমণ তথা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই অনেকটা চুপিসারে অস্ট্রেলিয়ান ডলার ও বন্ডের মূল্য বেড়ে চলেছে। কিন্তু এর পেছনে কি বিষয় কাজ করছে, এ নিয়ে আমরা কথা বলেছি পার্থের এডিথ কাওয়ান  ইউনিভার্সিটির ফিনান্স এন্ড একাউন্টিং বিভাগের লেকচারার ডঃ তন্ময় চৌধুরীর সাথে।


হাইলাইটস

  • শুধু মার্কিন ডলারই নয়, বিশ্বের সব প্রভাবশালী মুদ্রার বিপরীতে মূল্যবৃদ্ধিতে অস্ট্রেলিয়ান ডলার এগিয়ে গেছে, ভবিষ্যতেও এই ধারা বজায় থাকার সম্ভাবনা।
  • এই বৃদ্ধির মূল কারণ অস্ট্রেলিয়ান অর্থনীতি অত্যন্ত ইতিবাচক ধারায় রয়েছে।
  • করোনাভাইরাস নিয়ন্ত্রণে বর্ডারে কড়াকড়ি এবং ব্যাপক পর্যায়ে প্রণোদনা প্যাকেজ বিতরণ প্রধান দুটি কারণ অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।
Dr Tonmoy Choudhury, Lecturer, School of Business and Law, Edith Cowan University
Dr Tonmoy Choudhury, Lecturer, School of Business and Law, Edith Cowan University Source: Dr Tonmoy Choudhury
ডঃ তন্ময় চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ান ডলারের পাশাপাশি, বন্ড মার্কেট গত সাত মাসের মধ্যে দর বৃদ্ধিতে এখন সর্বোচ্চ অবস্থানে আছে, এর প্রধান কারণ রিজার্ভ ব্যাংক সবসময়েই একটা 'কন্ট্রোলড বরোয়িং প্ল্যান' করে থাকে যাতে বন্ড মার্কেটটি ভালো করে।

তিনি বলেন, ডলারের মূল্যবৃদ্ধি আপাতদৃষ্টিতে রপ্তানি ক্ষতিগ্রস্তপ হলেও দীর্ঘমেয়াদে তা ভালো হবে, তাছাড়া আমদানি খরচও কমবে।

ডঃ তন্ময় চৌধুরীর পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
আরো দেখুনঃ


Share