ফেডারেল সরকার ২০২০ সালের ফেডারেল বাজেট ঘোষণা করেছে, গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে হলো এবারের বাজেট। সরকার চাইছে করোনাভাইরাস সংকটে নিপতিত অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই বাজেটে সরকার অভিবাসন প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এনেছে। করোনাভাইরাসের প্রভাবে সব চাইতে ক্ষতিগ্রস্থ হতে চলেছে অভিবাসন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অভিবাসন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে চলেছে।অভিবাসন প্রক্রিয়ার এই পরিবর্তনগুলো নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন কাউসার খান ,যিনি একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট।কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও ক্লিপটিতে ক্লিক করুন।