বাংলায় প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
বিশ্ব জুড়ে পালিত হলো মুসলমানদের শোকের দিন “আশুরা”
Ashura procession in Bangladesh Source: EPA
প্রতিবছর হিজরি পঞ্জিকা অনুসারে মহররমের দশ তারিখে পালিত হয় পবিত্র আশুরা। মুসলিম সম্প্রদায় এই দিনটি স্মরণ করে এক শোকাবহ দিন হিসেবে। ৬১ হিজরি সনের এই দিনে হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে শহীদ হন।
Share