সামাজিক দায়বদ্ধতা নিয়ে সম্প্রদায়ের পাশে রয়েছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া

Boishaki Mela Sydney

Boishaki Mela Sydney Source: ALC Community Engagement

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া এই প্রবাসে সবচাইতে বড় বৈশাখী মেলার আয়োজন করে। কোভিড - ১৯ এর কারণে এবারের মেলাটি বাতিল করেছে সংগঠনটি। সামাজিক এই সংগঠনটি কোভিড-১৯ এই দুঃসময়ে সরকারি বিধিনিষেধ মেনে তাদের কার্যক্রম চালাচ্ছে। কোভিড-১৯ এর সময়ে তারা কিভাবে কমিউনিটির পাশে দাঁড়িয়েছে এবং কি সেবা দিচ্ছেন জানতে এস বি এস বাংলা কথা বলেছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট শেখ শামিমুল হক এর সাথে। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Shiekh Shamimul Haq
Shiekh Shamimul Haq Source: Supplied

Share