সম্প্রতি অ্যাডিলেইডে বাংলাদেশী অ্যাকাডেমিক এবং পেশাজীবিরা একটি থিংক ট্যাংক প্রতিষ্ঠা করেছেন। দ্য বাংলাদেশী অস্ট্রেলিয়া হাব বা BAH ইনক নামের প্রতিষ্ঠানটি। বাংলাদেশী অস্ট্রেলিয়া হাব প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? বাংলাদেশের বাইরে থেকে এ রকম একটি প্রতিষ্ঠান তৈরি করার প্রয়োজন কেন হলো?, কী তার উদ্দেশ্য এসব নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন এর প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডের অ্যাডজাঙ্কট (Adjunct ) ফেলো ড. মোহাম্মদ ইউনুসের।ড. মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।