ফোর্বসের 'থার্টি আন্ডার থার্টি এশিয়া' তালিকায় বাংলাদেশের আয়মান সাদিক

Forbes

Bangladeshi Ayman Sadiq in Forbes' young social entrepreneurs list Source: SBS Bangla

Get the SBS Audio app

Other ways to listen


Published 8 April 2018 12:47am
Updated 8 April 2018 12:49am
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS


Share this with family and friends


আরেকজন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক; সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত বিশ্ব বদলাতে ব্যবসায়িক ক্ষেত্রে অবদান রাখা ৩০ জন এশিয়ান তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিজনেস অ্যাডমিনস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রী অর্জন করা আয়মান সাদিক একজন তরুণ উদ্যোক্তা এবং সোশাল মিডিয়া ব্যক্তিত্ব। তিনি টেন মিনিট স্কুল নামে একটি ইউটিউব চ্যানেলে, বিজ্ঞান, ব্যবসা, আত্মন্নোয়ন ও শিল্পসহ নানা বিষয়ে উদ্দীপনা জাগানো ভিডিও লেকচার বানান। এসবিএস রেডিও বাংলার পক্ষ থেকে আয়মান সাদিকের সাথে কথা বলেছেন হাসান তারিক। (অডিওসহ)


চলতি বছর যুক্তরাজ্যের রাণীর ‘কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ২০১৮’ পুরস্কারও পেয়েছেন তিনি। এ ছাড়া তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আইসিটি জোটের (এপিকটা) সেরা ই-লার্নিং পুরস্কারও পেয়েছেন।
Forbes
Ayman Sadiq Source: SBS Bangla

Share