পেশাদার এবং সৌখিন বক্সারদের ওয়েবসাইট তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রথম বেল্টপ্রাপ্ত পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা।
বিশেষ পেশাদার বেল্ট জিতেছেন সুর। এখন থেকে প্রতি তিন মাসে যেকোনো পেশাদার বক্সার তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। নিজেও সমকক্ষ যেকোনো বক্সারকে চ্যালেঞ্জ করতে পারবেন।
Sura Krishna Chakma has already become a familiar face in the country's sports arena. Credit: Sura Krishna Chakma
তবে ধাপে ধাপে নিজের উন্নতি করে এগিয়ে যেতে চান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকে। সুরের সঙ্গে নানা রকম চুক্তি করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তাই আর্থিকভাবেও নতুন বক্সারদের একধরনের উদাহরণ তৈরি করলেন সুর কৃষ্ণ।
এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধির সাথে কথা বলেছেন সুর কৃষ্ণ চাকমা। তার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।