আজকের শীর্ষ খবর:
- সিডনির ওয়েস্টার্ন সাবার্বস-এ ইসলামফোবিক গ্রাফিতির নিন্দা করলেন এডুকেশন মিনিস্টার জেসন ক্লেয়ার।
- অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের গ্রান্ড মুফতি, ড. ইব্রাহিম আবু মুহাম্মদ অস্ট্রেলিয়ায় সবার সাথে সম-আচরণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
- বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর দু’টি দল দুই দেশ সফর করছে।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।