বিজয় পেয়েছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই :মুক্তিযোদ্ধা শাহ এনায়েতুর রহিম বেলাল
![Enayetur Rahim Belal](https://images.sbs.com.au/dims4/default/514737f/2147483647/strip/true/crop/960x540+0+91/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fpodcast_images%2Fenayetr.jpg&imwidth=1280)
Source: Facebook
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার সশস্ত্র সংগ্রামে যে সকল বীর মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন তাদের বেশ কিছু মুক্তিযোদ্ধা এই প্রবাসে রয়েছেন। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর ৯ মাস যুদ্ধ শেষে পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে ,বাংলাদেশ পায় নিজস্ব পতাকা আর নিজস্ব ভূখণ্ড। বিজয়ের পর দেশের মাটিতে মুক্তির আনন্দ কেমন ছিল এ নিয়ে কথা বলেছি বীর মুক্তিযোদ্ধা শাহ এনায়েতুর রহিম বেলাল এর সঙ্গে। সাক্ষৎকারটি শুনতে উপরের লিংক এ ক্লিক করুন।
Share