ফ্যামিলি ফান টাইম প্রকল্পের মাধ্যমে শিশুদের সুস্থ অভ্যাস গড়ে তুলতে সহায়তা করা হয় : আর্জিনা আক্তার

Family Fun Times

Family Fun Times Source: Sydney LHD

সিডনি লোকাল হেল্থ ডিস্ট্রিক্ট এর ডাইভারসিটি প্রোগ্রামস এন্ড স্ট্রাটেজি হাব (ডাইভারসিটি হাব )সংস্কৃতি ও ভাষাতাত্বিকভাবে বিভিন্ন জনগোষ্ঠীর স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে সেই সাথে এ সংক্রান্ত অভিনব উপায়গুলি প্রচার করে।বাংলাদেশী কমিউনিটি ফ্যামিলি ফান টাইম প্রকল্পটি ছিল এরকম একটি প্রচেষ্টা। ১২মাসের এই প্রকল্পটি ফেয়ার গেম অস্ট্রেলিয়া বাংলাদেশি সম্প্রদায়ের সাথে সফলভাবে একটি ধারাবাহিক ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করতে সহযোগিতা করেছে।প্রকল্পটি এবং সম্প্রদায় কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন ডাইভার্সিটি হাবের তৎকালীন বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা মোসাম্মৎ আরজিনা আক্তারের।আরজিনা আক্তারের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।


Ms Arjina Akter
Arjina Akter Source: Sydney LHD

Share