নারীদের কল্যাণে কাজ করতে চান কাউন্সিলর শিরিন আখতার। তিনি বলেন,
“উইমেন হেলথের জন্য আমি চেষ্টা করছি। আমি অলরেডি আমাদের স্টেট এমপির সাথে কথা বলেছি। যেমন, মেমোগ্রাম, পেপ টেস্ট, তারপর ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু কাজ, ডমেস্টিক ভায়োলেন্স, এগুলোকে একটু আমাদের, এখানে আরেকটু, মানে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো একটু বেশি বেশি করা। তো দেখি কী করা যায়; মাত্র তো শুরু করলাম, এখন চেষ্টা করবো আমি।”
কাউন্সিলর শিরিন আখতারের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।