অস্ট্রেলিয়ায় বোটে করে আসা আশ্রয়প্রার্থী শরণার্থীদেরকে অফশোর ডিটেনশন সেন্টারে রাখার যে পলিসি বিগত এক দশক ধরে চলছে, সেটি বাতিল করার জন্য ফেডারাল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিফিউজি অ্যাডভোকেট বা শরণার্থীদের সমর্থক গোষ্ঠীগুলো।
কেভিন রাডের লেবার সরকারের সেই নীতির ১০ বছর পূর্তি উপলক্ষে এটি বাতিল করার দাবি তোলা হয়। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ এবং ক্যানবেরাতে গত ২৩ ও ২৪ জুলাই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বছরের জুন মাসে নাউরু থেকে সমস্ত আশ্রয়প্রার্থীকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে, খালি হওয়া সেই ডিটেনশন সেন্টারটি খোলা রাখার জন্য বছরে ৩৫০ মিলিয়ন ডলার খরচ করবে অস্ট্রেলিয়া। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান সিনেটর জ্যানেট রাইস।
বোটে করে আসা আশ্রয়প্রার্থীদের বিষয়ে নীতিমালার কোনো পরিবর্তন হয় নি বলে পুনর্ব্যক্ত করেছে ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স।
এর মানে হলো, তাদেরকে অফশোর সেন্টারগুলোতে পাঠানো অব্যাহত থাকবে। আর, অস্ট্রেলিয়ায় তাদের রিসেটেলমেন্টেরও কোনো সুযোগ থাকবে না।
অস্ট্রেলিয়ায় অনশোর এবং অফশোর ডিটেনশন নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির রাজনৈতিক বিশ্লেষক আবেদিন টিপু।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।