মুসলিমদের ঈদ উৎসবসহ গুরুত্বপূর্ণ দিনগুলো নির্ধারণ হয়ে থাকে চাঁদ দেখে, তবে এই চাঁদ দেখার পদ্ধতি অনুসরণ করা নিয়ে আছে ভিন্ন মত। ট্রাডিশনাল এবং সাইন্টিফিক মুন সাইটিং নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন দারুল উলুম ফকনার, মেলবোর্নের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদের এবং গোল্ডেন ওয়াটেল মসজিদের ইমাম ডঃ রফিকুল ইসলাম।
পুরো সাক্ষাৎকার দু'টি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন