"সহায়তার আহবানে বাংলাদেশী কমিউনিটির যে সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত"

International students

Source: Getty Images

COVID 19-এর প্রভাবে অস্ট্রেলিয়াতে আসা অনেক বাংলাদেশী বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং অস্থায়ী ভিসাধারীরা আর্থিক সমস্যায় পড়েছেন। তাদের সাহায্যে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়া নিবাসী বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনগুলো। এমনি একটি গ্রূপ এডিলেইডে বসবাসকারী বাংলাদেশিদের সাহায্যে এগিয়ে এসেছেন। এসবিএস বাংলার সাথে কথা বলেছেন এডিলেইডের COVID19 ইমার্জেন্সি সাপোর্ট গ্রূপের পক্ষে মিঃ মাহবুব সিরাজ তুহিন।


মাহবুব সিরাজ তুহিন এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম। আপনারা আর্থিক সমস্যায় থাকা বাংলাদেশিদের সহায়তায় এগিয়ে এসেছেন, এসবিএস বাংলার শ্রোতাদের জানাবেন কি আপনারা কি ধরণের সহায়তা দিচ্ছেন?

- ধন্যবাদ। প্রথমে এডেলেইডের বাংলাদেশীরা আমরা এক হয়ে একটি গ্রুপ তৈরী করেছি মূলত আন্তর্জাতিক শিক্ষার্থী এবং টেম্পোরারি রেসিডেন্টদের সহায়তার উদ্দেশ্যে। তারা COVID19-এর প্রভাবে কাজ হারিয়েছেন। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি কমুনিটির কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এখনো পর্যন্ত আমরা ১২০টা ই-ভাউচার ইসু করেছি ৫০ ডলার করে, এটি ব্যবহার করে তারা বাংলা দোকানগুলো থেকে তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। আমরা আমাদের ডোনারদের সহযোগিতায় ৬,৫০০ ডলারের মত ডোনেশন সংগ্রহ করেছি। এছাড়া আমরা রমজান ইফতার প্যাকেজের অধীনে ফ্রি ইফতার করাচ্ছি। এছাড়া বাংলাদেশিদের দ্বারা পরিচালিত দুটো রেস্টুরেন্ট থেকে আর্থিক সমস্যায় থাকা কমিউনিটি সদস্যদের বিনামূল্যে খাবার দেয়া হচ্ছে।
Mahbub Siraz Tuhin
Mahbub Siraz Tuhin Source: Supplied
সমস্যায় আছেন এমন বাংলাদেশিদের সংখ্যা কত এবং তারা এ ধরণের সহায়তা নিতে কতটুকু স্বাচ্ছন্দ বোধ করছেন?

- আমরা সবাইকে রিচ করার জন্য যতটা সম্ভব চেষ্টা করেছি, আমাদের হিসেবে অন্তত ১২০ থেকে ১৫০ জনের মত শিক্ষার্থী এবং টি-আর হোল্ডার যারা সমস্যায় পড়েছেন। তবে অনেকেই সহায়তা গ্রহণ করতে স্বাচ্ছন্দ বোধ করেননি এক্ষেত্রে আমরা তাদের পরিচয়ের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেছি। সত্যি বলতে কি আমাদের সাথে তাদের সরাসরি যোগাযোগ খুব কমই হয়েছে।

কাদের কাছ থেকে মূলত আপনারা সহযোগিতা পাচ্ছেন?

- সবার কাছ থেকেই কমবেশি সহযোগিতা পাচ্ছি, এটা সত্যি অভাবনীয় বিষয় আমাদের কাছে। যারা আর্থিকভাবে সচ্ছল তারা তো আছেনই, এমনকি সাম্প্রতিক সময়ে কাজ হারিয়েছেন এমন প্রবাসীরাও সহযোগিতা করেছেন আমাদের।

এই সমস্যা দীর্ঘায়িত হলে পরবর্তীতে আপনাদের আর কোন পরিকল্পনা আছে কি?

- সমস্যা দীর্ঘায়িত হলে আমরা চিন্তাভাবনা করছি সরকারের কাছে আরো কত বড়ো পরিসরে সহায়তার জন্য বলতে পারি। আমরা চেষ্টা করবো আমাদের কমিউনিটি সংগঠনগুলোর মাধ্যমে এই প্রচেষ্টা চালিয়ে যেতে।

ধন্যবাদ মাহবুব সিরাজ তুহিন, এসবিএস বাংলাকে সময় দেয়ার জন্য।

- আপনাকেও ধন্যবাদ।

(পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন)
আরো পড়ুন:

Share